12-08-2024
গীতসংহিতা ৫১ অনুতাপসূচক গীতগুলোর মধ্যে একটি অন্যতম গীত, যে গীতটি নাথন ভাববাদী কর্তৃক মুখোমুখী হওয়ার পর দায়ুদ কর্তৃক লিখিত হয়। নাথন ঘোষণা করেন যে, বৈৎশেবাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করে এবং তার স্বামী উরিয়কে হত্যা করে দায়ুদ ঈশ্বরের বিরুদ্ধে সাংঘাতিক পাপ করেছেন।