প্রবন্ধসমুহ

26-08-2025

মৃত্যুর হুলকে ধ্বংস করা

পুনরুত্থান আমাদের জন্য সুসংবাদ কারণ এটা নিশ্চিত করে যে মৃত্যুর কোন শেষ কথা নাই।  খ্রীষ্টের জন্য যেমন মৃত্যুর শেষ কথা নাই ঠিক তেমনি বিশ্বাসীদের জন্যও মৃত্যুর শেষ কথা নাই।  কেননা যীশু হলেন মৃতগনের পুনরুত্থানের অগ্রিমাংশ, যারাই তার উপর বিশ্বাস করবে, তারা সকলেই তাঁর আগমনের সময় পুনরুত্থিত হইবে। 
19-08-2025

তীমথিয় এবং আপল্লো

“তীমথিয় যদি আইসেন, তবে দেখিও, যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কেননা যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কার্য করিতেছেন; অতএব কেহ তাঁহাকে হেয়জ্ঞান না করুক।  11 c`, কিন্তু তাঁহাকে শান্তিতে আগাইয়া দিবে, যেন তিনি আমার নিকটে আসিতে পারেন, কারণ আমি অপেক্ষা করিতেছি যে, তিনি ভ্রাতৃগণের সহিত আসিবেন। 
14-08-2025

মৃতেরা যদি উত্থাপিত না হয়

Óইফিষে পশুদের সহিত যে যুদ্ধ করিয়াছি, তাহা যদি মানুষের মত করিয়া থাকি, তবে তাহাতে আমার কি ফল দর্শে? মৃতেরা যদি উত্থাপিত না হয়, তবে Óআইস, আমরা ভোজন পান করি, কেননা কল্য মরিবÓ( 32)| সিনেমা, কার্টুন, টিভি অনুষ্ঠান, কমেডি অনুষ্ঠান এবং অন্যান্য মিডিয়াগুলো সমস্ত কিছুই স্বর্গকে সম্পূর্ণরূপে একটি আধ্যাত্মিক অস্তিত্ব হিসেবে চিত্রায়িত করে, তাদের মতে স্বর্গ হলো এমন একটি স্থান যেখানে আমাদের পাখা থাকবে আমরা মেঘের উপর ভেসে বেড়াবো এবং বীণা বাজাব।

প্রবন্ধসমুহ

26-08-2025

মৃত্যুর হুলকে ধ্বংস করা

পুনরুত্থান আমাদের জন্য সুসংবাদ কারণ এটা নিশ্চিত করে যে মৃত্যুর কোন শেষ কথা নাই।  খ্রীষ্টের জন্য যেমন মৃত্যুর শেষ কথা নাই ঠিক তেমনি বিশ্বাসীদের জন্যও মৃত্যুর শেষ কথা নাই।  কেননা যীশু হলেন মৃতগনের পুনরুত্থানের অগ্রিমাংশ, যারাই তার উপর বিশ্বাস করবে, তারা সকলেই তাঁর আগমনের সময় পুনরুত্থিত হইবে। 
19-08-2025

তীমথিয় এবং আপল্লো

“তীমথিয় যদি আইসেন, তবে দেখিও, যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কেননা যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কার্য করিতেছেন; অতএব কেহ তাঁহাকে হেয়জ্ঞান না করুক।  11 c`, কিন্তু তাঁহাকে শান্তিতে আগাইয়া দিবে, যেন তিনি আমার নিকটে আসিতে পারেন, কারণ আমি অপেক্ষা করিতেছি যে, তিনি ভ্রাতৃগণের সহিত আসিবেন।