লিগনিয়্যার লাইব্রেরি
সারা বিশ্বে ও বহু ভাষাতে লিগনিয়্যার লাইব্রেরি পরিচয় এক বিশ্বাসযোগ্য নিদর্শনে পরিণত হয়েছে। খ্রিষ্টানদেরকে তাদের ঈশ্বর সম্পর্কে জ্ঞানে গড়ে তোলার জন্য আর. সি. স্প্রৌল, লিগনিয়্যার টিচিং ফেলোস, এবং অনান্যদের লেখা এসব বই-পুস্তক দৃঢ়ভাবে শাস্ত্রের ভিত্তির উপরে স্থির আছে।