লিগনিয়্যারের ব্লগ

পালক ও বাইবেল শিক্ষকগণ কর্তৃক চিন্তা-উদ্রেককারী এই প্রবন্ধসমুহ বেড়ে-উঠা খ্রিষ্টানদেরকে তাদের বিশ্বাসে উৎসাহিত করার জন্য বাইবেল ভিত্তিক, ধর্মতাত্ত্বিক, এবং বাস্তবভিত্তিক বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছে।


25-04-2024

পরিত্রাণ সম্পর্কে আমি কি নিশ্চিত হতে পারি?

সংক্ষেপে, এই পুস্তকের অধ্যায়গুলোতে, ডঃ স্প্রৌল নিশ্চয়তার একটা সংজ্ঞা দিয়েছেন, এবং দেখিয়েছেন যে কীভাবে আমরা তা লাভ করতে পারি, এর সাথে যে আশীর্বাদগুলো আসে, সেগুলোকে প্রকাশ করেছেন, এবং মিথ্যা আশ্বাসের বিপদ সম্পর্কে আমাদের সাবধান করেছেন।