টিচিং ফেলোস্
টিচিং ফেলোস্ ব্যক্তিবর্গ লিগনিয়্যার মিনিস্ট্রিজে অনুপম উপহার, বিস্তৃত অভিজ্ঞতা, এবং সাহায্যকারী দৃষ্টিভঙ্গী নিয়ে আসেন। তারা আমাদেরকে আমাদের প্রতিষ্ঠার উদ্দেশ্যের প্রতি সত্য বজায় রাখতে সাহায্য করে এবং আমাদের ভবিষ্যৎ বহিঃপ্রচার সম্পর্কে অবগত করে ও স্পষ্ট রূপদানের মাধ্যমে লিগনিয়্যারকে সেবা দান করেন। ডঃ আর. সি. স্প্রৌল এবং বোর্ড এই ব্যক্তিবর্গের দলকে বর্তমান ও ভবিষ্যৎ পরিচর্যায় সহায়তা করতে একত্র করেছেন। বাইবেলভিত্তিক ও ধর্মতাত্ত্বিক বিশ্বস্ততার (২ তিম, ২:২) জন্য ঈশ্বরের উপর নির্ভর করে, আমরা এই প্রতিভাধর শিক্ষক দলের জন্য কৃতজ্ঞ।
সিনক্ল্যায়ার বি. ফার্গুসন
সিনক্ল্যায়ার বি. ফার্গুসন লিগনিয়্যার মিনিস্ট্রিজের শিক্ষাদানকারী সহকর্মী এবং রিফর্মড থিওলজিক্যাল সেমিনারির চ্যান্সেলরস্ প্রফেসার। তিনি এক সময়ে সাউথ ক্যারোলিনার কলম্বিয়াস্থ ফার্স্ট প্রেসবিটেরিয়্যান চার্চে সিনিয়র পালক হিসাবে সেবা করেছেন এবং তিনি দুই ডজনেরও বেশী বই লিখেছেন, যার মধ্যে দ্যা হোল ক্রাইস্ট, দ্যা হলি স্পিরিট, ইন ক্রাইস্ট এ্যালোন, এবং ডিভোটেড টু গড উল্লেখযোগ্য।
ডব্লিউ. রবার্ট গডফ্রে
ডব্লিউ. রবার্ট গডফ্রে লিগনিয়্যার মিনিস্ট্রিজের শিক্ষাদানকারী সহকর্মী এবং ক্যালিফর্নিয়াস্থ ওয়েষ্টমিনস্টার সেমিনারির প্রেসিডেন্ট এমেরিটাস এবং চার্চ হিস্ট্রির এমেরিটাস প্রফেসর। তিনি লিগনিয়্যারের ছয়-খণ্ডের এ্যা সার্ভে অফ চার্চ হিস্ট্রি শিক্ষাদান সিরিজের বিশেষ-দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। তার রচিত বহু বই-পুস্তকের মধ্যে কয়েকটি হচ্ছে গডস্ প্যাটার্ন ফর ক্রিয়েশন, রিফর্মেশন স্কেচেস, এ্যান আনস্পেকট্যাড জার্নি, এবং, লার্নিং টু লাভ দ্যা সামস্।
স্টিভেন জে. লউসন
ডঃ স্টিভেন জে. লউসন ওয়ান প্যাশন মিসি্স্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। তিনি লিগনিয়্যার মিনিস্ট্রিজ-এর শিক্ষাদানকারী সহকর্মী, দ্যা মাষ্টার্স সেমিনারীতে ডক্টর অফ মিনিষ্ট্রি পোগ্রামের পরিচালক, এবং ইনস্টিটিউট ফর এক্সপোজিটরি প্রিচিং-এর নিমন্ত্রাতা। তিনি দুই ডজনেরও চেয়ে বেশী বই-পুস্তক লিখেছেন, এর মধ্যে দ্যা প্যাশনেট প্রিচিং অফ মার্টিন লয়ড-জোনস্, দি ইভাঞ্জেলিষ্টিক যিল অফ জর্জ হোয়াইটফিল্ড, এবং জন নক্স: ফিয়ারল্যাস ফেইথ-এর মত বই-পুস্তকগুলো রয়েছে। তিনি Twitter আছেন যার ঠিকানা @DrStevenJLawson।
স্টিফেন জে. নিখলস্
ডঃ স্টিফেন জে. নিখলস্ রিফর্মেশন বাইবেল কলেজের প্রেসিডেন্ট, লিগনিয়্যার মিনিস্ট্রিজের প্রধান একাডেমিক অফিসার, এবং লিগনিয়্যার মিনিস্ট্রিজের শিক্ষাদানকারী সহকর্মী। তিনি 5 মিনিটস্ ইন চার্চ হিস্ট্রি এন্ড ওপেন বুক পডকাস্টের নিমন্ত্রাতা হিসেবে কাজ করেন। তিনি অসংখ্য বইয়ের লেখক, যার মধ্যে রয়েছে, ফর আস এন্ড ফর আওয়ার স্যালভেশন, যোনাথন এডওয়ার্ডস্: এ্যা গাইডেড ট্যুর অফ হিজ লাইফ এন্ড থট, পিস, এবং এ্যা টাইম ফর কনফিডেন্স-এর মত বই-পুস্তক, এবং তিনি দ্যা লিগেসি অফ লুথার ও ক্রসওয়ে’স থিওলজিয়্যান অন দ্যা খ্রিষ্টীয়ান লাইফ সিরিজের সহ-সম্পাদক। তিনি @DrSteveNichols এই টুইটারে আছেন।
বার্ক প্যারসনস্
ডঃ বার্ক প্যারসনস্ ফ্লোরিডার স্যানফোর্ডে অবস্থিত সেন্ট এন্ড্রুস চ্যাপেলের সিনিয়র পালক, লিগনিয়্যার মিনিস্ট্রিজের চিফ পাবলিশিং অফিসার, টেবলটক ম্যাগাজিনের সম্পাদক, এবং লিগনিয়্যার মিনিস্ট্রিজের শিক্ষাদানকারী সহকর্মী। তিনি প্রেসবিটারিয়্যান চার্চ ইন আমেরিকার অভিষিক্ত পালক এবং চার্চ প্ল্যান্টিং ফেলোশিপের পরিচালক। তিনি হোয়াই ডু উই হ্যাভ ক্রীডস্?-এর রচয়িতা, এ্যাসিউরড্ বাই গড এবং জন ক্যালভিন: এ্যা হার্ট ফর ডিভোশন, ডকট্রিন, এন্ড ডক্সলজির সম্পাদক; এবং এ্যা লিটল বুক অন দ্যা খ্রিষ্টীয়ান লাইফ বাই জন ক্যালভিন-এর সহ-ভাষান্তরকারী ও সহ-সম্পাদক। তিনি @BurkParsons এই টুইটারে আছেন।
ডেরেক ডব্লিউ. এইচ. থমাস
কলাম্বিয়াস্থ ফার্স্ট প্রেসবিটেরিয়্যান চার্চের সিনিয়র পালক, এবং রিফর্মড থিওলজিক্যাল সেমিনারির সিসটেম্যাটিক ও পাষ্টর্যাল থিওলজীর চ্যান্সেলরস প্রফেসর। তিনি লিগনিয়্যার মিনিস্ট্রিজের শিক্ষাদানকারী সহকর্মী এবং হাউ দ্যা গসপেল ব্রিংগ্স্ আস্ অল দ্যা ওয়ে হোম, ক্যালভিনস টিচিং অন জব, এবং, ডঃ সিনক্ল্যায়ার ফার্গুসনের সাথে লেখা ইখতুস: জেসাস ক্রাইস্ট, গডস সান, দ্যা সেভয়্রার, সহ বহু পুস্তকের লেখক।