টিচিং ফেলোস্

টিচিং ফেলোস্ ব্যক্তিবর্গ লিগনিয়্যার মিনিস্ট্রিজে অনুপম উপহার, বিস্তৃত অভিজ্ঞতা, এবং সাহায্যকারী দৃষ্টিভঙ্গী নিয়ে আসেন। তারা আমাদেরকে আমাদের প্রতিষ্ঠার উদ্দেশ্যের প্রতি সত্য বজায় রাখতে সাহায্য করে এবং আমাদের ভবিষ্যৎ বহিঃপ্রচার সম্পর্কে অবগত করে ও স্পষ্ট রূপদানের মাধ্যমে লিগনিয়্যারকে সেবা দান করেন। ডঃ আর. সি. স্প্রৌল এবং বোর্ড এই ব্যক্তিবর্গের দলকে বর্তমান ও ভবিষ্যৎ পরিচর্যায় সহায়তা করতে একত্র করেছেন। বাইবেলভিত্তিক ও ধর্মতাত্ত্বিক বিশ্বস্ততার (২ তিম, ২:২) জন্য ঈশ্বরের উপর নির্ভর করে, আমরা এই প্রতিভাধর শিক্ষক দলের জন্য কৃতজ্ঞ।