অটল অঙ্গীকার

যদিও আমাদের চারপাশের জগত সর্বদাই পরিবর্তিত হচ্ছে, আমরা, ঐতিহাসিক খ্রিষ্টীয় বিশ্বাসের এক বিশ্বব্যাপী জাগরণকে সামনে এগিয়ে নিয়ে, অবিচল থাকার লক্ষ্যে প্রানপণ চেষ্টা করছি। আমাদের উপর প্রদত্ত মিশনের দেখভাল করায় অনড় থাকতে ঈশ্বরের অনুগ্রহের উপরে নির্ভরতায়, লিগনিয়্যার মিনিস্ট্রিজ সে লক্ষ্যে এই দশটি অঙ্গীকার প্রণয়ন দিয়েছে।

১. ঐতিহাসিক খ্রিষ্টানত্বে ধারাবাহিক ও সাহসিক অঙ্গীকার বজায় রাখা

পরিবর্তনশীল যুগে আমরা পরিবর্তিত হব না। পরিবর্তে, আমরা বাইবেলের কর্তৃত্ব এবং খ্রিষ্টের ক্রুশের পর্যাপ্ততা থেকে শক্তি নেব। আমরা যতদুর সম্ভব লোকদেরকে তাদের পারিবারিক জীবনে, মাণ্ডলীক জীবনে, পেশার ক্ষেত্রে, সামাজিক ও জাতীয় জীবনে সাহায্য করতে ঐতিহাসিক খ্রিষ্টীয় বিশ্বাসের মতবাদগত প্রাচুর্যতা থেকে শক্তি নেব। আমাদের লক্ষ্য হলো, খ্রিষ্টানরা যেন দৃঢ় বিশ্বাসের সাথে জীবন যাপন করে, ধর্ম-নিরপেক্ষতা, ভ্রান্ত ধর্মসমুহ, এবং জঙ্গি নিরীশ্বরবাদের চ্যালেঞ্জসমুহকে মোকাবেলা করতে সক্ষম হয়। আমরা সমস্ত দুঃখভোগ সমন্ধে, বিশেষভাবে অনন্তকালব্যাপী দুঃখভোগের সমন্ধে উদ্বিগ্ন, এবং মহান আদেশের শিষ্য- গঠনের প্রেরণা আমাদের সমস্ত বহিঃপ্রচারকে সঞ্জীবিত করে।

২. ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্বের উপর দৃষ্টি দেয়া

আমরা ভালবেসে লোকদেরকে সবচে উত্তম যে জিনিস দিতে পারি, তা হলো সত্য। ডঃ আর. সি. স্প্রৌল বলেছেন যে, সঠিক জীবন-যাপনের আগে সঠিক চিন্তা আসে। আমরা ঈশ্বর সমন্ধে কি চিন্তা করি, তা আমরা কে তার রূপ দেয়, তা আমাদের বিশ্বাসের মূল কেন্দ্রে প্রবেশ করে এবং আমাদের মূল্যবোধ, লক্ষ্য এবং সিদ্ধান্তগুলোকে নির্ধারণ করে। ধর্মতত্ত্ব হলো ঈশ্বর কে তা জানা, যেন আমরা তাঁকে আরাধনা করতে পারি এবং তাঁর সান্নিধ্য উপভোগ করতে পারি। ঈশ্বরের অনুগ্রহে, আমরা সত্যের প্রতি আমাদের অটল অঙ্গীকার বজায় রাখব যা প্রত্যেক বংশ, ভাষাভাষির লোক, এবং জাতি-গোষ্ঠীর উপকারর্থে বিশ্বস্ত ও ফলবান জীবন-যাপন বিষয়ে অবগত করবে।

৩. অডিও ও ভিডিওতে বিনিয়োগ করা

ভিডিও-ভিত্তিক খ্রিষ্টীয় শিক্ষার ক্ষেত্রে আমরা সর্বদাই অগ্রদূত হয়ে আসছি। বর্তমানে, আমরািআমাদের স্টুডিও সক্ষমতা বৃদ্ধি করছি, আরও দক্ষতাসম্পন্ন পেশাদারদেরকে স্বাগত জানাচ্ছি, এবং ভুলের ক্রমবর্ধমান বাজারে নির্ভরযোগ্য শিক্ষা যোগানো অব্যাহত রাখতে আমাদের খ্রিষ্টীয় শিক্ষার লাইব্রেরিকে আরও সম্প্রসারিত দিচ্ছি। একই সময়ে, অডিও বিষয়বস্তু বিতরণে সাম্প্রতিক পুনর্জাগরণের উপরে সুযোগ সৃষ্টির জন্য আমরা নূতন নূতন পডকাস্ট ও রেডিও সম্প্রচারগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করছি।

৪. খ্রিষ্টীয় জীবনের প্রতিটি স্তরের জন্য প্রকাশনা

সারা বিশ্বে, বাইবেলের জ্ঞান খুবই অপ্রতুল। আমাদের বিশেষ বিশেষ শ্রেণী-সংজ্ঞায়িত শিষ্যত্ব বিষয়ক সাহিত্য ঈশ্বরের বাক্যের সত্যকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে দেয়। আমাদের স্টাডি বাইবেল, মাসিক বাইবেল অধ্যয়ন ম্যাগাজিন, বিশ্বস্ত লেখকগণের বইপুস্তক, অনলাইন প্রবন্ধ সংরক্ষণাগার, এবং আরও অনেক কিছু লোকদের দ্বারা ব্যবহৃত প্রথম রিসোর্স হিসেবে কাজ করছে, যখন ঈশ্বর কে এবং তিনি তাদের কাছে কি ধরণের জীবন-যাপন আশা করেন, তার বাস্তবতায় তারা জাগ্রত হচ্ছে।

৫. খ্রিষ্টানদের সমাজে সমবেত করা

লোহা লোহাকে ধারালো করে, এবং এভাবে খ্রিষ্টানদেরকেও একে অন্যকে তাদের সমস্ত হৃদয়, প্রাণ, মন, এবং শক্তি দিয়ে ঈশ্বরকে প্রেম করতে অবশ্যই উৎসাহিত করতে হবে। আমরা বিশ্বাসীদেরকে স্বশরীরে উপস্থিত হতে হয় এমন সম্মেলনে, আন্তরিকতার পরিবেশে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমে, এবং অরল্যান্ডোতে আমাদের বাইবেল কলেজের কঠোর শিক্ষামূলক কর্মসূচিতে সমবেত করি, কারণ কাউকেই বিচ্ছিন্নভাবে বৃদ্ধি পাওয়ার অর্থে দেখা হয় না। আমরা সমাজে বৃদ্ধিলাভ করতে করতে ঈশ্বরকে সবচে’ বেশি প্রেম এবং সেবা করতে পারি।

৬. উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি স্থাপন

পৌল তাঁর পত্রাবলী বিতরণের জন্য রোমান সড়ক ব্যবহার করেছিলেন, মার্টিন লুথার গুটেনবার্গ প্রকাশনার বিপ্লবকে কাজে লাগিয়েছিলেন, এবং ডঃ স্প্রৌল মনে করেন যে নূতন প্রযুক্তির বুদ্ধিপুর্বক ব্যবহারের মাধ্যমে, দুরত্বকে সেতুবন্ধনে আনা যায় এবং ভাষাগত সীমাবদ্ধতাকে মোকাবেলা করা যায়। প্রত্যেক পকেটে যখন মোবাইল ফোন রয়েছে, তখন আমরা আরও বেশী সংখ্যক লোকদের কাছে আমাদের পরিচর্যাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা ইন্টানেটের উদ্ভাবনী ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে যাব।

৭. স্থানীয় চাহিদাগুলোতে খাপ খাওয়ানো এবং সেসব নিয়ে কাজ করা

সারা বিশ্বে যেহেতু ঈশ্বরের সত্যের জন্য দুর্ভিক্ষ চলছে, লিগনিয়্যার শুধু-ইংরেজিতে চলমান কোন পরিচর্য্যা নয়। আমরা বিশ্ব জুড়ে খ্রিষ্টানদের সুনির্দিষ্ট চাহিদাগুলো পূরণ করছি ও শিখছি, এবং তারপরেই পরিবার, মণ্ডলী ও স্কুলগুলো যাতে খ্রিষ্টে বৃদ্ধি লাভ করতে পারে, সেজন্য বহু ভাষায় এবং দেশে দেশে শিষ্যত্ব শিক্ষা ছড়িয়ে দিচ্ছি।

৮. বিশ্বব্যাপী বিশ্বস্ত অংশীদারদের খোঁজা

কোন পরিচর্য্যাই একাকী এর কাজ করতে পারে না। আমরা বিভিন্ন জায়গায় যারা ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর সেবা করে সেসব সমমনা মণ্ডলীর-নেতৃবর্গ, মিশনারি ও সংগঠনগুলো অন্বেষণ করি। আমরা জানি আমরা কারা, এবং আমরা আমাদের স্বপ্নদর্শী দাতাদের ধন্যবাদ দিই, লোকেরা যেখানেই থাকুন না কেন, তাদের কাছে বিশ্বস্ত শিষ্যত্ব রিসোর্সগুলো পৌছে দেয়ার সক্ষমতার দিক থেকে আমরা অতুলনীয়।

৯. পালক ও নেতাদের গঠন করা

আমরা ঈশ্বরের বাক্যের প্রচারকদের কুঠার ধারালো করতে সাহায্য করছি। কৌশলগত সজীবতার জন্য তাদের সুযোগ প্রয়োজন, এবং আমরা প্রচার সেমিনার এবং সম্মেলনের মধ্য দিয়ে, এবং সেই সাথে শুধু-মাত্র তাদের জন্য প্রস্তুতকৃত খ্রিষ্টীয় জীবনে বৃদ্ধির সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে এ কাজ করে থাকি।

১০. আগামী প্রজন্মের কাছে পৌঁছানো

ডঃ স্প্রৌল ঈশ্বরের পবিত্রতা ও তাঁর বাক্যের সত্যতার বার্তা দিয়ে “যত বেশি সম্ভব লোকের” কাছে যেতে আমাদের আহবান দিয়ে আমাদের দৃষ্টি পরিচর্যা-কাজের দিকে নিবিষ্ট করেছেন। পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। আমরা হাই স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সাথে কাজ করছি, তারা কি বিশ্বাস করে, কেন তারা তা বিশ্বাস করে, কিভাবে তাতে জীবন-যাপন করতে হবে, এবং কিভাবে তা তুলে ধরতে হবে, তা জানতে তাদের প্রশিক্ষণ দিচ্ছি। আমরা এই প্রশিক্ষণগুলো মণ্ডলীতে, স্কুলে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের ক্যাম্পাসে, এবং এ্যাপস ও ইন্টারনেটের মাধ্যমে দিয়ে থাকি। বিভিন্ন ধারণার মহান কথোপকথন সত্য ও ভ্রান্তির মধ্যে মহান সংঘর্ষে পরিণত হয়েছে, যেখানে অনন্তকালীন গন্তব্য ঝুঁকির মধ্যে পড়েছে। ভবিষ্যৎ প্রত্যয়ী খ্রিষ্টানদের হাতে। আমরা আমাদের যুব শ্রেণীর প্রাণ রক্ষার্ এ যুদ্ধে সাহায্য করার জন্য থাকতে চাই।