আমাদের বিশ্বাসের বিবৃতি
লিগনিয়্যার মিনিস্ট্রিজ প্রাচীন বিশ্বাসের বিবৃতিগুলোর (দ্যা এ্যাপোসলস্ ক্রিড, নাইসিন ক্রিড, ও ক্রিড অফ স্যালসিডন) প্রতি অনুগত এবং সংষ্কার-যুগের পাঁচটি “শুধু-মাত্র” [সোলা] সম্বলিত মতবাদে প্রকাশিত ঐতিহাসিক খ্রিষ্টীয় বিশ্বাসকে এবং ঐতিহাসিক সংষ্কার-পন্থি স্বীকারুক্তির (ওয়েস্টমিনস্টার স্ট্যান্ডার্ডস, থ্রি ফর্মস অফ ইউনিটি, ও ১৬৮৯ লন্ডন ব্যাপটিস্ট কনফেশন অফ ফেইথ) ঐকমত্যকে দৃঢ় নিশ্চিত করে।
বাইবেল
বাইবেল, এর সম্পূর্ণতায়, ঈশ্বরের বিশুদ্ধ, নির্ভূল, এবং অনুপ্রাণীত বাক্য; এটি স্বর্গীয় প্রত্যাদেশ যা ঈশ্বরের কর্তৃত্বের পূর্ণ গুরুত্ব বহন করে এবং যাতে আমরা সমর্পীত হতে বাধ্য।
ত্রিত্ত্ব
ঈশ্বরত্ত্বের মধ্যে তিনজন স্বতন্ত্র কিন্তু পূর্ণ স্বর্গীয় ব্যক্তি, পিতা, পুত্র, এবং পবিত্র আত্নার ঐক্য রয়েছে; এই তিনজনই এক সত্য, চিরন্তণ ঈশ্বর, মূল-সত্ত্বায় এক, শক্তি ও গৌরবে সমান।
ঈশ্বর
ঈশ্বর হচ্ছেন আত্মা, অসীম, চিরন্তন, এবং তাঁর স্বত্ত্বা, প্রজ্ঞা, শক্তি, পবিত্রতা, নির্দোষিতা, উত্তমতা, এবং সত্যে অপরিবর্তনীয়। ঈশ্বর পূর্ণভাবে সর্বজ্ঞ, সর্বশক্তিমান, এবং সর্বত্র-বিরাজমান, তাঁকে নতুন করে শিখতে হয় না বা তিনি পরিবর্তনের জন্য “উন্মুক্ত” নন।
যীশু খ্রিষ্ট
যীশু খ্রিষ্ট সত্যিকার ঈশ্বর এবং সত্যিকার মানুষ, এই দুই স্বভাব কোন বিভ্রান্তি, মিশ্রণ, পৃথকতা, বা বিভক্তি ব্যতিরেকে এক স্বর্গীয় ব্যক্তিতে অবিচ্ছেদ্যভাবে একীভূত। প্রত্যেক স্বভাব এর নিজস্ব বৈশিষ্ট ধারণ করে। মাংসে মূর্ত্তিমানে, যীশু কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করলেন, আমাদের মধ্যে একটি সিদ্ধ জীবন-যাপন করলেন, ক্রুশারোপীত হলেন, মৃত্যুবরণ করলেন, এবং কবরস্থ হলেন, তৃতীয় দিবসে উত্থিত হলেন, স্বর্গে আরোহণ করলেন, এবং গৌরব ও বিচার করতে পুনরায় আসবেন। তিনিই ঈশ্বর ও মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থতাকারী।
পবিত্র আত্মা
পবিত্র আত্মা পিতা ও পুত্রের সাথে একই মূল-সত্ত্বা বিশিষ্ট। তিনি অনন্তকালীনভাবে পিতা ও পুত্র হতে আগত, এবং তিনি বিশ্বাসীদের অন্তরে বাস করেন, তাদের পুনর্জন্মকে এককভাবে প্রভাবিত করেন এবং তাদের পবিত্রকরণে সমন্বিতভাবে কাজ করেন।
সৃষ্টি
ঈশ্বর, তাঁর ক্ষমতাসম্পন্ন বাক্যের দ্বারা, শূন্য থেকে স্বর্গ ও পৃথিবী এবং তন্মধ্যস্থ সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি তাঁর সর্বোচ্চ পবিত্রতা, বিজ্ঞতা ও ক্ষমতাপন্ন বিধান অনুসারে তাঁর সমস্ত প্রাণী এবং তাদের ক্রিয়াকলাপকে সংরক্ষণ করেন এবং পরিচালনা দেন।
মানুষ
অন্যান্য প্রাণী করার পর, তিনি, তাঁর প্রতিমূর্ত্তিতে মানুষকে, পুরুষ ও নারী উভয়কেই সৃষ্টি করেছিলেন, কিন্তু যেহেতু আদম পাপে পতিত হয়েছিলেন এবং দুঃখজনকভাবে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন, তিনি ও তার বংশধর নৈতিক কলুষতা ও নৈতিক অক্ষমতার অবস্থায় প্রবেশ করেন এবং তাদের সৃষ্টিকর্তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, এভাবে পাপের শাস্তি হিসাবে মৃত্যুর যোগ্য হন।
প্রায়শ্চিত্ত
যেহেতু সকলেই পাপ করেছে, ঈশ্বরের সঙ্গে মানুষের সম্মিলিত হওয়ার জন্য অবশ্যই প্রায়শ্চিত্ত্ব করতে হতো। যীশু খ্রিষ্ট ক্রুশের উপর তাঁর বিকল্প প্রায়শ্চিত্ত্বমূলক মৃত্যুর মধ্য দিয়ে তাঁর লোকদের জন্য সম্পূর্ণ প্রায়শ্চিত্ত্ব সাধন করেছেন। তিনি তাঁর ধার্মিকতা আমাদের সকল বিশ্বাসীদের প্রতি আরোপ করেছেন, যারা তাদের পাপের জন্য অনুতাপ করে এবং পরিত্রাণের জন্য শুধু-মাত্র তাঁর উপর নির্ভর করে তাদের সকলের জন্য পূর্ণ মুক্তি নিশ্চিত করেছেন।
ব্যবস্থা
নৈতিক ব্যবস্থা সিদ্ধভাবে ঈশ্বরের অপরিবর্তনীয় চরিত্রকে প্রতিফলিত করে এবং সকল লোক, বিশ্বাসী ও অবিশ্বাসীদেরকে চিরকালের জন্য আবদ্ধ করে।
মণ্ডলী
খ্রিষ্ট এক দৃশ্যমান মণ্ডলী স্থাপন করেছেন, যাকে আহবান করা হয়েছে পবিত্র শাস্ত্রের কর্তৃত্বের প্রবিধানের অধীনে, পবিত্র আত্নার শক্তিতে জীবন-যাপন করার জন্য, খ্রিষ্টের সুসমাচার ঘোষণা করার জন্য, পবিত্র আচারানুষ্ঠানসমূহ পালন করার জন্য, এবং শাসন চর্চা করার জন্য।
খ্রিষ্টানত্ব ও সংস্কৃতি
লিগনিয়্যার সেই সমস্ত খ্রিষ্টান সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কাজকে সমর্থন করে যেগুলো শাস্ত্রের চুড়ান্ত কর্তৃত্ব এবং খ্রিষ্টের প্রভুত্বকে স্বীকার করে, এবং মানুষ ও তার পরিবেশের মঙ্গলের জন্য ঈশ্বরের আজ্ঞাসমুহের সামাজিক ও সাংষ্কৃতিক নিহিতার্থসমূহ সম্পাদন করতে প্রতিশ্রুতিবদ্ধ। লিগনিয়্যার বিশেষভাবে সেই সমস্ত সংস্থাগুলোকে সমর্থন করে যেগুলো একেবারে প্রাথমিক পর্যায়ে থাকা আত্মরক্ষায়-অক্ষম মানব-ভ্রুণ হত্যাকে নিন্দা করেন এবং লিঙ্গ, যৌনতা, এবং বিয়ে বিষয়ে অবাইবেলীয় সংজ্ঞাসমূহকে প্রত্যাখ্যান করেন।