28-10-2025

মার্টিন লুথার সমন্ধে ৫টি বিষয় আপনার জানা উচিত

শুধুমাত্র শাস্ত্র (সোলা স্ক্রিপচুরা)। এই ল্যাটিন শব্দের অর্থ হলো “শুধুমাত্র শাস্ত্র।” এর অর্থ হচ্ছে, শুধুমাত্র শাস্ত্রই আমাদের মতবাদ, মণ্ডলীর চর্চা, এবং খ্রীষ্টিয় জীবনের জন্য চুড়ান্ত কর্তৃত্ব। সংস্কার-যুগের প্রাথমিক বছরগুলোতে, লুথার এই বিষয় নিয়ে লড়াই করেছিলেন।
03-09-2024

মার্টিন লুথার কিভাবে মারা যান?

মার্টিন লুথার মারা যান ১৫৪৬ খ্রীষ্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি। তার মৃত্যুর এক মাস আগে, তিনি তার বয়সজনিত দুর্বলতার বিষয়ে এক বন্ধুর কাছে অভিযোগ করে লিখেন, “আমি, বৃদ্ধ, ক্লান্ত, অলস, ক্ষয়প্রাপ্ত, শীতল, উষ্ণতাহীন, এবং তার উপরে, এক-চোখ কানা মানুষ।” তারপর তিনি দীর্ঘশ্বাস ফেলেন, “আমি যেন অর্ধমৃত, আমাকে শান্তিতে যেতে দেয়া উচিত।”
29-08-2024

আপনি কেন কাজ করেন?

আপনি কেন কাজ করেন? একবার আমি এর এক হতাশাজনক উত্তর শুনেছিলাম যা ছিল এরকম: "আমরা চাকরী করি, যেন আমরা আমাদের সন্তানদেরকে জুতো কিনে দিতে পারি, যেন তারা স্কুলে যেতে পারে, যেন তারাও একদিন চাকরী করে, তারা তাদের সন্তানদেরকে জুতো কিনে দিতে পারে, যেন তারা ………..।”