লিগনিয়্যারের ব্লগ

পালক ও বাইবেল শিক্ষকগণ কর্তৃক চিন্তা-উদ্রেককারী এই প্রবন্ধসমুহ বেড়ে-উঠা খ্রিষ্টানদেরকে তাদের বিশ্বাসে উৎসাহিত করার জন্য বাইবেল ভিত্তিক, ধর্মতাত্ত্বিক, এবং বাস্তবভিত্তিক বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছে।


03-09-2024

মার্টিন লুথার কিভাবে মারা যান?

মার্টিন লুথার মারা যান ১৫৪৬ খ্রীষ্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি। তার মৃত্যুর এক মাস আগে, তিনি তার বয়সজনিত দুর্বলতার বিষয়ে এক বন্ধুর কাছে অভিযোগ করে লিখেন, “আমি, বৃদ্ধ, ক্লান্ত, অলস, ক্ষয়প্রাপ্ত, শীতল, উষ্ণতাহীন, এবং তার উপরে, এক-চোখ কানা মানুষ।” তারপর তিনি দীর্ঘশ্বাস ফেলেন, “আমি যেন অর্ধমৃত, আমাকে শান্তিতে যেতে দেয়া উচিত।”
29-08-2024

আপনি কেন কাজ করেন?

আপনি কেন কাজ করেন? একবার আমি এর এক হতাশাজনক উত্তর শুনেছিলাম যা ছিল এরকম: "আমরা চাকরী করি, যেন আমরা আমাদের সন্তানদেরকে জুতো কিনে দিতে পারি, যেন তারা স্কুলে যেতে পারে, যেন তারাও একদিন চাকরী করে, তারা তাদের সন্তানদেরকে জুতো কিনে দিতে পারে, যেন তারা ………..।”