17-09-2024
ঈশ্বর সর্বোচ্চ স্বাধীন; অর্থাৎ তাঁর স্বাধীনতা অপরিসীম। তিনি সার্বভৌম। তাঁর সার্বভৌমত্ব নিয়ে সচরাচর সবচে’ বেশী অভিযোগ হলো, যদি ঈশ্বর সত্যি সত্যি সার্বভৌম হয়ে থাকেন, তবে মানুষ স্বাধীন হতে পারে না।
পালক ও বাইবেল শিক্ষকগণ কর্তৃক চিন্তা-উদ্রেককারী এই প্রবন্ধসমুহ বেড়ে-উঠা খ্রিষ্টানদেরকে তাদের বিশ্বাসে উৎসাহিত করার জন্য বাইবেল ভিত্তিক, ধর্মতাত্ত্বিক, এবং বাস্তবভিত্তিক বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছে।