04-11-2025
ঈশ্বরের বাক্য শুধুমাত্র বিশ্বাস হেতুই ন্যায্যতা বিষয়ক মূল্যবান মতবাদ পরিষ্কারভাবে শিক্ষা দেয়। সকলেই যারা বিশ্বাস করে, “তারা বিনামূল্যে তাঁরই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা, ধার্মিকগণিত হয়। তাঁকেই ঈশ্বর তাঁর রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করেছেন (রোমীয় ৩:২৪-২৫)।








