লিগনিয়্যারের ব্লগ

পালক ও বাইবেল শিক্ষকগণ কর্তৃক চিন্তা-উদ্রেককারী এই প্রবন্ধসমুহ বেড়ে-উঠা খ্রিষ্টানদেরকে তাদের বিশ্বাসে উৎসাহিত করার জন্য বাইবেল ভিত্তিক, ধর্মতাত্ত্বিক, এবং বাস্তবভিত্তিক বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছে।


04-11-2025

ন্যায্যতা সমন্ধে ৫টি বিষয় আপনার জানা উচিত

ঈশ্বরের বাক্য শুধুমাত্র বিশ্বাস হেতুই ন্যায্যতা বিষয়ক মূল্যবান মতবাদ পরিষ্কারভাবে শিক্ষা দেয়। সকলেই যারা বিশ্বাস করে, “তারা বিনামূল্যে তাঁরই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা, ধার্মিকগণিত হয়। তাঁকেই ঈশ্বর তাঁর রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করেছেন (রোমীয় ৩:২৪-২৫)।
28-10-2025

মার্টিন লুথার সমন্ধে ৫টি বিষয় আপনার জানা উচিত

শুধুমাত্র শাস্ত্র (সোলা স্ক্রিপচুরা)। এই ল্যাটিন শব্দের অর্থ হলো “শুধুমাত্র শাস্ত্র।” এর অর্থ হচ্ছে, শুধুমাত্র শাস্ত্রই আমাদের মতবাদ, মণ্ডলীর চর্চা, এবং খ্রীষ্টিয় জীবনের জন্য চুড়ান্ত কর্তৃত্ব। সংস্কার-যুগের প্রাথমিক বছরগুলোতে, লুথার এই বিষয় নিয়ে লড়াই করেছিলেন।
07-10-2025

দায়ুদসমন্ধে৫টিবিষয়আপনারজানাউচিত

ইস্রায়েলের রাজা, দায়ুদ, যেমন গলিয়াতের সম্মুখে তার বিস্ময়কর বিশ্বাস থেকে, বৎশেবা এবং তার স্বামীর বিরুদ্ধে তার ভয়ংকর পাপ, প্রশংসা এবং অনুতাপ বিষয়ক তার হৃদয়গ্রাহী গীতসংতিা পর্যন্ত - অনেক কিছুর জন্যই তিনি সুপরিচিত। এখানে দায়ুদের সমন্ধে পাঁচটি বিষয় আলোচনা করা হয়েছে যা আপনার জানা উচিত।
30-09-2025

পবিত্রকরণসমন্ধে৫টিবিষয়আপনারজানাউচিত

আপনাকে যদি পবিত্রকরণের বাইবেল ভিত্তিক মতবাদের সংক্ষিপ্ত এক সংজ্ঞা খুঁজতে হত, তবে ওয়েস্টমিন্সটার শর্টার ক্যাটেকিজমের চেয়ে ভাল সংজ্ঞা খুঁজে পাওয়া আপনার জন্য খুবই কষ্টসাধ্য হবে। ৩৫ নং প্রশ্নের উত্তরে, ওয়েস্টমিন্সটার লিখেছে, “পবিত্রকরণ ঈশ্বরের বিনামূল্যে অনুগ্রহের কাজ, যদ্বারা আমরা ঈশ্বরের প্রতিমূর্তির মত পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নূতনীকৃত হই, এবং যার ফলে আমরা আরও বেশী বেশী করে পাপের সমন্ধে মারা যেতে, এবং ধার্মিকতার সম্বন্ধে জীবন-যাপন করতে সামর্থ লাভ করি।”
23-09-2025

জনক্যালভিনসম্পর্কে৫টিবিষয়আপনারজানাউচিত।

জেনেভাতে তার পরিচর্যা-কাজ শুরু করার দুই বছরেরও কম সময়ের মধ্যে, উনত্রিশ বছর বয়সী জন ক্যালভিন (১৫০৯-৬৪) দেখেন যে, তিনি নিজে তার মণ্ডলী, পরিচর্যা-কাজ এবং আবাস থেকে বহিষ্কৃত, সাথে পান দু’ দিনের মধ্যে শহর ত্যাগ করার নোটিশ। যখন তিনি এবং তার বন্ধু উইলিয়াম ফ্যারেল সেই এপ্রিল মাসে জেনেভা থেকে যাত্রা শুরু করেন; কোন সন্দেহ নেই যে, এর পরে কি অপেক্ষা করছে তা নিয়ে তারা অনুমান করতে পেরেছিলেন। এই তিক্ত অভিজ্ঞতার জবাবে আসন্ন-ভয়াবহ মাণ্ডলীক দ্বন্দ্বের উপরে তাদের চিন্তা নিবিষ্ট ছিল; তারা জেনেভাতে পুনঃস্থাপিত হতে জুরিখ এবং বার্নকে রাজি করানোর পরিকল্পনা করছিলেন।
16-09-2025

“মানব জীবনের পবিত্রতা” বিষয়ক কথা বলার সময় আমরা কি বুঝাই?

বাইবেলের পরিভাষায়, মানব জীবনের পবিত্রতা সৃষ্টির মধ্যে প্রোথিত ও ভিত্তিকৃত রয়েছে। মানবজাতিকে মহাজাগতিক দুর্ঘটনা হিসেবে নয়, কিন্তু এক অনন্তকালীন ঈশ্বর কর্তৃক সযত্নে সম্পাদিত সৃষ্টি হিসেবে দেখা হয়। মানবীয় মর্যাদা ঈশ্বরের কাজ থেকে আসে।
09-09-2025

পুনরুত্থানের শ্রেণীক্রম

কিন্তু প্রত্যেক জন আপন আপন শ্রেণীতে; খ্রীষ্ট অগ্রিমাংশ, পরে খ্রীষ্টের লোক সকল তাঁহার আগমনকালে।  তৎপরে পরিণাম হইবে; তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম লোপ করিলে পর পিতা ঈশ্বরের হস্তে রাজ্য সমর্পণ করিবেন।  কেননা যাবৎ তিনি “সমস্ত শত্রুকে তাঁহার পদতলে না রাখিবেন,” তাঁহাকে রাজত্ব করিতেই হইবে।  শেষ শত্রু যে মৃত্যু, সেও বিলুপ্ত হইবে।.
02-09-2025

সকল কিছুই খ্রীষ্টেতে বশীভুত করা

Óকারণ তিনি সকলই বশীভূত করিয়া তাঁহার পদতলে রাখিলেন।  কিন্তু যখন তিনি বলেন যে, সকলই বশীভূত করা হইয়াছে, তখন স্পষ্ট দেখা যায়, যিনি সকলই তাঁহার বশীভূত করিলেন, তাঁহাকে বাদ দেওয়া হইল। আর সকলই তাঁহার বশীভূত করা হইলে পর পুত্র আপনিও তাঁহার বশীভূত হইবেন, যিনি সকলই তাঁহার বশে রাখিয়াছিলেন; যেন ঈশ্বরই সর্বেসর্বা হনÓ।
26-08-2025

মৃত্যুর হুলকে ধ্বংস করা

পুনরুত্থান আমাদের জন্য সুসংবাদ কারণ এটা নিশ্চিত করে যে মৃত্যুর কোন শেষ কথা নাই।  খ্রীষ্টের জন্য যেমন মৃত্যুর শেষ কথা নাই ঠিক তেমনি বিশ্বাসীদের জন্যও মৃত্যুর শেষ কথা নাই।  কেননা যীশু হলেন মৃতগনের পুনরুত্থানের অগ্রিমাংশ, যারাই তার উপর বিশ্বাস করবে, তারা সকলেই তাঁর আগমনের সময় পুনরুত্থিত হইবে।