07-10-2025
ইস্রায়েলের রাজা, দায়ুদ, যেমন গলিয়াতের সম্মুখে তার বিস্ময়কর বিশ্বাস থেকে, বৎশেবা এবং তার স্বামীর বিরুদ্ধে তার ভয়ংকর পাপ, প্রশংসা এবং অনুতাপ বিষয়ক তার হৃদয়গ্রাহী গীতসংতিা পর্যন্ত - অনেক কিছুর জন্যই তিনি সুপরিচিত। এখানে দায়ুদের সমন্ধে পাঁচটি বিষয় আলোচনা করা হয়েছে যা আপনার জানা উচিত।