04-03-2025
আমাদেরকে জানানো হয়েছে যে, মোশি এবং ইস্রায়েল জাতির লোকেরা যখন তারা শুষ্ক ভুমির মধ্যদিয়ে লোহিত সাগর পাড়ী দিয়েছে এবং যখন তারা সমুদ্রের পানিতে মিশরীয় সৈন্যবাহিনীকে ধ্বংস হতে দেখেছে তার পরেই তারা এই গীতটি গেয়েছে।
পালক ও বাইবেল শিক্ষকগণ কর্তৃক চিন্তা-উদ্রেককারী এই প্রবন্ধসমুহ বেড়ে-উঠা খ্রিষ্টানদেরকে তাদের বিশ্বাসে উৎসাহিত করার জন্য বাইবেল ভিত্তিক, ধর্মতাত্ত্বিক, এবং বাস্তবভিত্তিক বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছে।