A Sure Foundation
একটি অস্বস্তিকর টেবিল?
25-02-2025
Beholding His Glory
তাঁর গৌরব মহিমা দেখা
06-03-2025
A Sure Foundation
একটি অস্বস্তিকর টেবিল?
25-02-2025
Beholding His Glory
তাঁর গৌরব মহিমা দেখা
06-03-2025

দ্য ম্যান অব ওয়ার

A Sure Foundation

যাত্রাপুস্তক ১৫:১-২১ পদে, পবিত্র আত্না আমাদের জন্য ইস্রায়েল জাতির প্রথম গীতটি লিপিবদ্ধ করেছেন। আমাদেরকে জানানো হয়েছে যে, মোশি এবং ইস্রায়েল জাতির লোকেরা যখন তারা শুষ্ক ভুমির মধ্যদিয়ে লোহিত সাগর পাড়ী দিয়েছে এবং যখন তারা সমুদ্রের পানিতে মিশরীয় সৈন্যবাহিনীকে ধ্বংস হতে দেখেছে তার পরেই তারা এই গীতটি গেয়েছে। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো প্রশংসার একটি সাধারণ গীত হিসাবে প্রথম কয়েকটি লাইন গাইতে পারেনঃ “আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব; কেননা তিনি মহিমান্বিত হইলেন, তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন” (১ পদ)। 

এই পদগুলোতে যে গীতটি লিপিবদ্ধ করা হয়েছে তা আমাদের ঈশ্বরের সম্বন্ধে অনেক চমৎকার বিষয়গুলোকে বর্ণনা করে। কিন্তু এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি উক্তি করা হয়েছে ৩ পদেঃ “সদাপ্রভু যুদ্ধবীর; সদাপ্রভু তাঁহার নাম”।  আপনি দেখবেন যে, ইংরেজীতে সদাপ্রভুর জন্য বড় অক্ষর ব্যবহার করা হয়েছে।  ছোট অক্ষরের শব্দগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, আমরা যা পাঠ করছি সেখানে ঈশ্বরের চুক্তির নাম রয়েছে, তাঁর নিজের বিশেষ নাম যা তিনি তাঁর লোকদের কাছে প্রকাশ করেছেনঃ সেই নামটি হল ‘যিহোবা’। 

এই গীতের মধ্যদিয়ে যিহোবা সম্বন্ধে, আমাদের নিয়মের প্রভুর সমন্ধে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করার জন্য পবিত্র আত্না কথা বলেন। তাদের উদ্ধারের মধ্যদিয়ে লোহিত সাগরে, ইস্রায়েল তাদের ঈশ্বর সমন্ধে নূতন কিছু বিষয় শিখেছে। এই গীতে তারা এই নূতন প্রত্যাদেশকে উদযাপন করেছেন। ইস্রায়েল সর্বদাই জানতেন যে, ঈশ্বর শক্তিশালী, তিনি ছিলেন তাঁর লোকদের পরিত্রাণ, এবং তিনি ছিলেন “তাদের পিতৃপুরুষদের ঈশ্বর” (২ পদ)। কিন্তু লোহিত সাগরের ঘটনা তাদের কাছে তাদের নিয়মের প্রভু সম্পর্কে নূতন কিছু বিষয় প্রকাশ করেছেঃ তিনি একজন যুদ্ধ বীরও। 

যাত্রাপুস্তক ১৫:৩ পদে এই প্রথম শাস্ত্রে আমাদের ঈশ্বরের যুদ্ধাংদেহী চরিত্র সম্পর্কে একটি পরিষ্কার উক্তি আমরা দেখতে পাই। এটা বাইবেলের একটি কেন্দ্রীয় অনুপ্রেরণা এবং বিষয় হিসাবে উপনীত হয় – অর্থাৎ সদাপ্রভু তাঁর লোকদেরকে তাদের শত্রুদের হস্ত থেকে উদ্ধার করার জন্য তাদের পক্ষে যুদ্ধ করেন। 

এখানে আমরা ঈশ্বরকে একজন যুদ্ধ বীর হিসাবে প্রকাশ হতে দেখি যিনি সাংঘাত্নিক এবং ভীতিজনক ক্ষমতা ধারণ করেন। মিশর তার সমস্ত সৈন্যবাহিনীর শক্তিসহও ঈশ্বরের চুর্ণকারী শক্তির, তাঁর কোপাগ্নির ভয়ংকর অগ্নির, এবং তাঁর নাসিকার নিশ্বাসের জলরাশীর সমান নয় (৬-৮পদ)। মিশরের সমস্ত নির্বোধ অহংকার এবং পরিকল্পনাসমুহ ঈশ্বরের দ্বারা সম্পূর্ণভাবে নির্বাপিত হয়েছে, যেমন আমরা একটি মোমবাতিকে নিভিয়ে থাকি। কোন সন্দেহ নাই যে, ঈশ্বরের লোকেরা ১১ পদে তারা যে কথাগুলো বলে, তাতে স্বীকার করা হয়েছে যে, তাদের ঈশ্বরের মত আর কোন ঈশ্বর নাই। এই শাস্ত্রাংশটি আমাদের কাছে প্রভু যীশু খ্রীষ্টের, যুদ্ধবীর যিনি তাঁর লোকদের জন্য লড়াই করার জন্য এবং তাদেরকে তাদের শত্রুদের হাত থেকে উদ্ধার করার জন্য এসেছেন, তাঁর একটি মহিমান্বিত প্রতিচ্ছবি প্রকাশ করে। যীশু একজন ‘দুঃখভোগী দাস’ হিসাবে ক্রুশে মৃত্যুবরণ করার জন্য এসেছেন, কিন্তু তিনি ঈশ্বরের সম্পূর্ণ যুদ্ধবীর হিসাবে আমাদের এবং তাঁর শত্রুদের মোকাবেলা করেছেন এবং সেই যুদ্ধে, যীশুর যুদ্ধের শত্রুগণ যারা ছিলেন ফরৌণ এবং তাঁর সৈন্যবাহিনী থেকে আরও বেশী শক্তিশালী এবং বিপদজনক। যীশুকে দিয়াবল, মৃত্যু এবং নরককে সহ্য করতে হয়েছিল। কিন্তু খ্রীষ্ট তাদেরকে সম্পূর্ণভাবে এবং মহিমান্বিতভাবে তাঁর মৃত্যু এবং পুনরুত্থানের মধ্যদিয়ে জয় করেছিলেন। খ্রীষ্ট আমাদের সকলকেই আমাদের সকল শত্রুদের হাত থেকে উদ্ধার করেছেন এবং তিনি খুব শীঘ্রই, মহিমায়, তাঁর নামের জন্য এবং তাঁর লোকদের জন্য সেই একই সর্বশক্তিমানের ক্ষমতা নিয়ে ন্যায় বিচারের কাজ করতে পুনরায় ফিরে আসবেন।

এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।

উইলিয়াম সি গডফ্রে
উইলিয়াম সি গডফ্রে
রেভ. উইলিয়াম সি. গডফ্রে ক্যালিফের সান্তিতে ক্রাইস্ট ইউনাইটেড রিফর্মড চার্চের যাজক।