29-05-2025

আদমে মৃত্যু, খ্রীষ্টেতে জীবন

“কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারাই মৃতগণের পুনরুত্থান আসিয়াছে। কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রীষ্টেই সকলে জীবনপ্রাপ্ত হইবে” (২১-২২ পদ)।
27-05-2025

পুনরুত্থিত দেহ সমন্ধে প্রশ্নসমুহ

যীশুর পুনরুত্থান এবং বিশ্বাসীদের পুনরুত্থানের মধ্যে একটি অবিচ্ছেদ্য সংযাগ এবং তাঁর এবং আমাদের পুনরুত্থানের একটি ধারাবাহিকতা প্রতিষ্ঠা করে এই প্রথম অংশে পৌল তিনি করিন্থীয়দের উত্তর দিয়েছিলেন যারা অস্বীকার করেছিল যে, মতৃরা আবার জীবনে উত্থাপিত হবে (১ করিন্থীয় ১৫:১-৩৪)।
22-05-2025

জীবনদায়ক আত্না

আমাদের পুনরুত্থিত দেহ দেখতে কেমন হবে? আজ কাল বিশ্বাসীরা প্রায়ই এমন প্রশ্ন করে থাকেন, কিন্তু আমাদের এই প্রজন্মরাই প্রথম প্রজন্ম নয় যারা এমন প্রশ্ন করে। খ্রীষ্টিয় বিশ্বাসীদের প্রথম প্রজন্মগুলোও পুনরুত্থিত দেহের প্রকৃতি কেমন হবে তা জানতে চেয়েছে, এবং প্রেরিত পৌল ১ করিন্থীয় ১৫ অধ্যায়ে এই বিষয় নিয়ে কথা বলেছেন।
20-05-2025

স্বর্গীয় ব্যক্তি

প্রথম শতাব্দির মণ্ডলীর একটি প্রধান সমস্যা ছিল এই যে, আত্নাতে জীবন কেমন হবে তা তারা খুবই ভূল বুঝেছিল। তারা মনে করতেন যে, যারা বিশেষভাবে যুক্তি তর্কের সাথে প্রচারের সাথে জড়িত আছেন তারাই সত্যিকারের আত্নিক লোক (১-৩ অধ্যায়)।
15-05-2025

শেষ তূরীধ্বনীর শব্দ

আমি এই বলি, ভ্রাতৃগণ, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না; এবং ক্ষয় অক্ষয়তার অধিকারী হয় না। দেখ, আমি তোমাদিগকে এক নিগূঢ়তত্ত্ব বলি; আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব; এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তূরীধ্বনিতে হইব; কেননা তূরী বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা রূপান্তরীকৃত হইব। .
13-05-2025

সুস্থির এবং নিশ্চল

“অতএব, হে আমার প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়, কেননা তোমরা জান যে, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়.”
08-05-2025

যিরুশালেমের জন্য দানসংগ্রহ

“সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় কর; যেন আমি যখন আসিব, তখনই চাঁদা না হয়” (২ পদ)।
06-05-2025

দৃঢ়তা, সাহস এবং প্রেম

সঠিক খ্রীষ্টিয় বিশ্বাস এবং চর্চা কখনই পৌলের মন হইতে দুরে ছিল না, এমন কি যখন তিনি ভ্রমনের পরিকল্পনার মতো সাধারণ বিষয়গুলো নিয়ে কাজ করতেন সেই সমস্ত বিষয় তার মনে থাকতো। আজকের শাস্ত্রাংসে আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে দেখতে পাই।
01-05-2025

করিন্থীয়দের প্রতি সমাপনী সম্ভাষন

“আমার মঙ্গলবাদ আমি পৌল স্বহস্তে লিখিলাম। কোন ব্যক্তি যদি প্রভুকে ভাল না বাসে, তবে সে শাপগ্রস্ত হউক; মারাণ আথা [প্রভু আসিতেছেন]।  প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হউক। খ্রীষ্ট যীশুতে আমার প্রেম তোমাদের সকলের সহবর্তী হউক।.”