07-02-2025

রোদন, বপন, শষ্য সংগ্রহ – গীতসংহিতা ১২৬:১-৬

কয়েকটি ঘটনা রয়েছে যেগুলো স্বদেশে প্রত্যাবর্তনের চেয়েও আরও বেশী আনন্দঘন।  পরিচিত মুখগুলোকে দেখা থেকে শুরু করে আমাদের বিছানায় শুয়ে পড়া পর্যন্ত, আমরা অনেকেই বাড়ীতে আসতে ভালবাসি।
05-02-2025

মাউন্ট সিয়োনের মতো-গীতসংহিতা ১২৫:১-৫

বাইবেল জুড়েই আমরা বিশ্বাসীদের সম্পর্কে জানতে পারি যে, যারা পাপ, দুর্ভিক্ষ, যুদ্ধ অথবা দাসত্বের কারণে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে। আদম, নোহ, অব্রাহাম, মোশি, এবং দায়ুদ প্রত্যেKকেই কঠিন যাত্রার অভিজ্ঞতা নিতে হয়েছিল। সমগ্র ইস্রায়েল জাতিকেই নির্বাসিত, ছিন্ন ভিন্ন, এবং সংস্থাপিত হতে হয়েছিল।