Love for the Penitent
অনুতাপকারীর জন্য প্রেম
10-04-2025
God's Promises Fulfilled in Christ
ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো খ্রীষ্টেতে পূর্ণ হয়েছে
17-04-2025
Love for the Penitent
অনুতাপকারীর জন্য প্রেম
10-04-2025
God's Promises Fulfilled in Christ
ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো খ্রীষ্টেতে পূর্ণ হয়েছে
17-04-2025

করিন্থীয়দের প্রতি পৌলের কঠিন চিঠি

Paul's Severe Letter to Corinth

২ করিন্থীয় ১:২৩-২:৪

“কারণ অনেক ক্লেশ ও মনোবেদনার মধ্যে অনেক অশ্রুপাত করিতে করিতে তোমাদিগকে লিখিয়াছিলাম; তোমরা যেন দুঃখিত হও, সেই জন্য নয়, কিন্তু তোমাদের প্রতি আমার যে অতিমাত্র প্রেম আছে, তাহা যেন জ্ঞাত হও।” (২:৪ পদ).

কেন তিনি তার পরিকল্পনা পরিবর্তন করলেন এবং মেসিডনিয়া যাওয়ার আগে করিন্থে যাবেন না তা ব্যাখ্যা করতে গিয়ে প্রেরিত পৌল খ্রীষ্টেতেই যে ঈশ্বরের প্রতিজ্ঞার নিশ্চয়তা তার উপর ঐশ্বতাত্বিক বিচ্যুতি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন (২ করিন্থীয় ১:১২-২২)। সেই বিচ্যুতির সমাপ্তি হয়েছে, আজকের শাস্ত্রাংশে পৌল এটা পরিষ্কারভাবে বলেছেন যে, কেন তিনি প্রথমে করিন্থে ফিরে আসেন নি কিন্তু মেসিডনিয়াতে চলে গিয়েছিলেন। 

২ করিন্থীয় ১:২৩ পদে প্রেরিত আমাদেরকে বলেন যে, তিনি করিন্থে আসেন নি কারণ তিনি তাদেরকে রেহাই দিতে চেয়েছিলেন। ২ করিন্থীয় ১:২৪-২:৪ পদে এটাকে পরিষ্কারভাবে বলা হয়েছে, ১ করিন্থীয় পত্র লেখার পরে সমস্যা সমাধানের জন্য পৌলের পরিকল্পনাহীন করিন্থ পরিদর্শণ প্রেরিত এবং সেখানকার মণ্ডলী উভয়ের জন্যই বেদনাদায়ক ছিল। সেই মিটিংয়ে কি হয়েছিল তা আমরা জানি না, কিন্তু এটা ছিল এত কঠিন যে, প্রেরিত পৌল নিজে বিশ্বাস করতে পারে নি যে,  কমপক্ষে সেখানে যদি পুর্নমিলনের কোন পদক্ষেপ নেওয়া না হয়ে থাকে তবে আর একটি পরিদর্শনে কোন কাজ হতে পারে। পৌল এই “বেদনা দায়ক” পরিদর্শনের সময় এক ধরণের মণ্ডলীর অনুশাসন হাতে নিয়েছিলেন, মণ্ডলী তাতে ভালভাবে সাড়া দেয় নি, এবং সমস্ত পক্ষের মধ্যেই কঠিন অনুভুতি বিরাজমান ছিল। উত্তেজনা যেন আরও বৃদ্ধি না পায় তারজন্য পৌল ফিরে আসেন নি। 

করিন্থীয়দের সঙ্গে তার সমস্ত কাজের ক্ষেত্রে পৌল উল্লেখ করেছেন যে, তিনি তাদের উপর প্রভুত্বের ন্যায় ব্যবহার করেন নি কিন্তু তাদের আনন্দের জন্য তাদের সাথে কাজ করেছেন (২ করিন্থীয় ১:২৪)। করিন্থীয়দের এই বিষয়টি শোনার প্রয়োজন ছিল এইরুপে যেন পৌলের প্রেরিতত্ব বিষয়ে তাদের যদি কোন সন্দেহ থাকে তা দুর হয়ে যায়। একটু বাদ দিলে, খ্রীষ্টিয় নেতৃবৃন্দরা এবং কর্তৃত্বে থাকা অন্যান্য বিশ্বাসীরা এখানে পৌলের কথা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। খ্রীষ্টিয় সমাজে যারা কর্তৃত্বে রয়েছেন তাদের সত্যিকারের কর্তৃত্ব রয়েছে, কিন্তু খ্রীষ্টের সম্মুখে আমরা ভাতা এবং ভগ্নি, আমরা প্রভু বা দাস নই। এভাবে, অনুশাসনের সময় আমাদেরকে অন্যদেরকে বোঝাতে হবে যে, আমরা তাদের উপর আমাদের ক্ষমতা দেখাচ্ছি না কিন্তু তাদের মঙ্গলের জন্য তাদের সাথে কাজ করার আশা প্রকাশ করছি। পালকদের এবং প্রাচীণদের সাধারণ বিশ্বাসীদের সাথে এমন ব্যবহার করা উচিত, খ্রীষ্টিয় পিতামাতাদের তাদের সন্তানদের সাথে এমন ব্যবহার করা উচিত, খ্রীষ্টিয় নিয়োগদাতাদের তাদের কর্মীদের সাথে, এবং এমন অনেকের সাথে এমন ব্যবহার করা উচিত।মেসিডনিয়া যাওয়ার আগে করিন্থে আসার পরিবর্তে, পৌল করিন্থীয়দের প্রতি আরেকটি চিঠি প্রেরণ করেন, যা আমাদের হাতে নাই। এই পত্রকে কিছু কিছু সময় “কঠিন পত্র” হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে, এর প্রমাণ হলো এখানে করিন্থীয়দের জন্য অনেক কঠিন কঠিন কথা রয়েছে, কিন্তু সেগুলো ছিল প্রেমের কথা (২:১-৪)। পৌল আশা করছিলেন যে, করিন্থীয়রা পৌলের সাথে যে খারাপ ব্যবহার করেছেন তার জন্য অনুতপ্ত হবেন, তিনি বিশ্বাস করছিলেন যে, তার শারীরিক অনুপস্থিতি এই লক্ষ্য অর্জণে আরও বেশী কার্যকরী হবে। সৌভাগ্যক্রমে, এই পত্র পৌলের আকাংখা অর্জণে কাজ করেছে।

ঈশ্বরের মুখ

আজকের শাস্ত্রাংশের উপর মেথিউ হেনরী মন্তব্য করেছেন যে, “তিরষ্কারে, অনুযোগে, এবং অনুশাসনে, বিশ্বস্ত পরিচর্যাকারীরা তাদের প্রেম দেখিয়ে থাকেন”। যখন আমরা কঠিন কিন্তু প্রয়োজনীয় কথা শুনি, পুলপিট থেকে এবং অন্যান্য স্থান থেকে প্রাচীনরা আমাদের জন্য ঈশ্বরের সত্য নিয়ে আসেন, আসুন আমরা এটা মনে রাখি। আমাদের সকলকেই এক সময় সংশোধিত হতে হয়, এবং মণ্ডলীর নেতারা আমাদেরকে প্রেমে, দয়ায়, এবং সত্যে সংশোধন করেন, আসুন আমরা এটাতে মনোযোগ দিই।

 

এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।