


মৃত্যু সওদাকারী অক্ষর
03-04-2025


অনুতাপকারীর জন্য প্রেম
10-04-2025শয়তানের নক&শাটা জানা


“যাহার কোন দোষ তোমরা ক্ষমা কর, আমিও ক্ষমা করি; কেননা আমিও যদি কিছু ক্ষমা করিয়া থাকি, তবে তোমাদের নিমিত্তে খ্রীষ্টের সাক্ষাতে তাহা ক্ষমা করিয়াছি, যেন আমরা শয়তান কর্তৃক প্রতারিত না হই; কেননা তাহার কল্পনা সকল আমরা অজ্ঞাত নই” (10-11 পদ).
জন ক্রাইসোসটম, প্রাথমিক মণ্ডলীর একজন গুরুত্বপূর্ণ আদিপিতা এবং জনপ্রিয় প্রচারক, ২ করিন্থীয় ২:৫-১১ পদের গুরুত্বপূর্ণ সত্যের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করেন। একজন ব্যক্তি যিনি পৌলের বিরুদ্ধে পাপ করেছেন, তার বিষয়ে পৌলের উদ্ধৃতির উপর মন্তব্য করে, ক্রাইসোসটম এই ধরণের অর্ধমের বিষয়ে পৌলের নিরবতার তাৎপর্যের উপর আলোকপাত করেন। ক্রাইসোসটম বলেন, “পৌল সেই অপরাধের কথা কোথাও উল্লেখ করেন নি কারণ ক্ষমার সময় এসে গিয়েছিল।” এটা ক্ষমার একটি গুরুত্বপূর্ণ দিক: যখন আমরা একজন আক্রমনকারীকে সত্যিকারে ক্ষমা করি, আমরা লোকদেরকে পাপীদের খারাপ কাজগুলোকে বার বার স্মরণ কিরয়ে দিই না। যেমন হিতোপদেশ ১৭:৯ পদ আমাদেরকে বলে, “যে অধর্ম আচ্ছাদন করে, সে প্রেমের অন্বেষণ করে; কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।”
একজন পাপী মন ফিরালে পর, আমরা যখন সেই ব্যক্তির দুষ্টতাকে বার বার তুলে না এনে, আমরা প্রকাশ করি যে, আমরা তার অপরাধকে আর তার বিরুদ্ধে ধরে রাখি না, এটাই হলো ক্ষমার সার। প্রভু যখন আমাদের ক্ষমা করেন, তিনি আমাদের পাপের সাথে ঠিক এমনই কাজ করেন। তিনি সমুদ্রের অটল গভীরে (মীখা ৭:১৯) আমাদের পাপ দূরীভুত করেছেন- ঈশ্বর যে আমাদের সকল মন্দ কাজ ভুলে গেছেন তা নয় কিন্তু তিনি সেগুলোকে এত দূরে ঠেলে দিয়েছেন যে, তিনি সেগুলোকে আর আমাদের হিসাবে গণনা করবেন না, এটা সমুদ্রের গভীরে নিক্ষিপ্ত করার মতো এমন কিছু যা আমাদের পক্ষে আর পুনরায় লাভ করা সম্ভব না।
যাহউক, পৌল যে সময়ে ২ করিন্থীয় পত্রটি লিখেন, করিন্থীয় মণ্ডলী ক্ষমা করার এই নীতিটি পালন করছিলেন না। যে ব্যক্তি পৌলের বিরোধীতা করেছিল তারা সেই ব্যক্তিকে মণ্ডলীর সহভাগীতা থেকে বিচ্ছিন্ন করে তার পাপ ধরে রেখেছিল। পৌল তাদেরকে পূর্বে একটি পত্র লিখেছিলেন, তিনি তাদেরকে সেই লোকটিকে শাসন করার কথা বলেছিলেন, এবং তাদেরকে তার কথা পালন করতে বাধ্য হতে হয়েছিল। কিন্তু তারা অনেক বেশী করেছিলেন, এবং তারা পুর্ণমিলন, যা মণ্ডলীর শাসনের যথাযথ লক্ষ্য তা করতে ব্যর্থ হয়েছিলেন। এখন, প্রেমে কাজ করার এবং সেই লোকের সহভাগিতা পুনস্থাপনের সময় ছিল (২ করিন্থীয় ২:৫-৮; আরও দেখুন মথি ১৮:১৫-২০)।
করিন্থীয়ের বিশ্বাসীরা পৌলের এই কঠিনতম পত্রের বাধ্য হয়েছিলেন এবং সেই লোকেটিকে শাসন করেছিলেন। প্রেমে সেই লোকটিকে সহভাগীতায় পুনস্থাপন করা হবে তাদের জন্য বাধ্যতার নূতন একটি কাজ (২ করিন্থীয় ২:৯-১০)। এই ক্ষমাশীলতা তাদেরকে শয়তানের দ্বারা প্রতারিত হওয়া থেকে দুরে সরিয়ে রাখবে (১১ পদ)। এখানে এই ধারণাটাকে মনে হতে পারে যে, শয়তান বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, এটা করার জন্য করিন্থীয় মণ্ডলীর মতো মণ্ডলীর ক্ষমা প্রাপ্ত বিশ্বাসীদেরকে, ক্ষমা প্রাপ্ত বিশ্বাসীদের যেমন যারা ধৈর্যশীল এবং মণ্ডলীতে তার যে কোন বন্ধু যিনি তার পুর্নাঙ্গ পুনস্থাপনের অপেক্ষারত, তাদের বিরুদ্ধে দাঁড় করানোর চেয়ে আর ভাল কি পন্থা হতে পারে? যখন আমরা ক্ষমা করি না এবং যারা মন ফিরিয়েছে সেই পাপ স্বীকারকারী বিশ্বাসীদেরকে পুনস্থাপন করি না, আমরা আমাদের মণ্ডলীগুলোতে দিয়াবলকে পা রাখতে দিই।
ঈশ্বরের মুখআমরা যদি দিয়াবলকে আমাদের মণ্ডলীগুলোতে পা রাখতে না দিতে চাই, তবে আমাদেরকে অবশ্যই ক্ষমাদানে এবং যারা পাপে পতিত হয়েছে তাদেরকে পুনস্থাপনে সত্ত্বর হতে হবে। মণ্ডলী এই জগত থেকে আলাদা, মণ্ডলীতে আমরা সত্য দয়ায় বিশ্বাস করি এবং মন ফিরানো পাপীদের অধর্ম তাদের বিরুদ্ধে ধরে রাখি না।
এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।