প্রবন্ধসমুহ
05-09-2024
প্রকাশিত আর. সি. স্প্রৌল — দ্বারা 05-09-2024
সীমিত প্রায়শ্চিত্বের (যা "নির্দিষ্ট প্রায়শ্চিত্ব" বা "বিশিষ্ট মুক্তি" হিসেবেও পরিচিত) মতবাদ তুলে ধরে যে খ্রিষ্টের প্রায়শ্চিত্ব মনোনীতদের জন্য সীমিত (এর আওতা ও লক্ষ্যে) ছিল; যিশু এই জগতের প্রত্যেকের পাপের জন্য প্রায়শ্চিত্ব করেন নি।
03-09-2024
প্রকাশিত ডঃ স্টিফেন জে. নিকলস — দ্বারা 03-09-2024
মার্টিন লুথার মারা যান ১৫৪৬ খ্রীষ্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি। তার মৃত্যুর এক মাস আগে, তিনি তার বয়সজনিত দুর্বলতার বিষয়ে এক বন্ধুর কাছে অভিযোগ করে লিখেন, “আমি, বৃদ্ধ, ক্লান্ত, অলস, ক্ষয়প্রাপ্ত, শীতল, উষ্ণতাহীন, এবং তার উপরে, এক-চোখ কানা মানুষ।” তারপর তিনি দীর্ঘশ্বাস ফেলেন, “আমি যেন অর্ধমৃত, আমাকে শান্তিতে যেতে দেয়া উচিত।”
29-08-2024
প্রকাশিত ডঃ স্টিফেন জে. নিকলস — দ্বারা 29-08-2024
আপনি কেন কাজ করেন? একবার আমি এর এক হতাশাজনক উত্তর শুনেছিলাম যা ছিল এরকম: "আমরা চাকরী করি, যেন আমরা আমাদের সন্তানদেরকে জুতো কিনে দিতে পারি, যেন তারা স্কুলে যেতে পারে, যেন তারাও একদিন চাকরী করে, তারা তাদের সন্তানদেরকে জুতো কিনে দিতে পারে, যেন তারা ………..।”
প্রবন্ধসমুহ
05-09-2024
প্রকাশিত আর. সি. স্প্রৌল — দ্বারা 05-09-2024
সীমিত প্রায়শ্চিত্বের (যা "নির্দিষ্ট প্রায়শ্চিত্ব" বা "বিশিষ্ট মুক্তি" হিসেবেও পরিচিত) মতবাদ তুলে ধরে যে খ্রিষ্টের প্রায়শ্চিত্ব মনোনীতদের জন্য সীমিত (এর আওতা ও লক্ষ্যে) ছিল; যিশু এই জগতের প্রত্যেকের পাপের জন্য প্রায়শ্চিত্ব করেন নি।
03-09-2024
প্রকাশিত ডঃ স্টিফেন জে. নিকলস — দ্বারা 03-09-2024
মার্টিন লুথার মারা যান ১৫৪৬ খ্রীষ্টাব্দের ১৮ই ফেব্রুয়ারি। তার মৃত্যুর এক মাস আগে, তিনি তার বয়সজনিত দুর্বলতার বিষয়ে এক বন্ধুর কাছে অভিযোগ করে লিখেন, “আমি, বৃদ্ধ, ক্লান্ত, অলস, ক্ষয়প্রাপ্ত, শীতল, উষ্ণতাহীন, এবং তার উপরে, এক-চোখ কানা মানুষ।” তারপর তিনি দীর্ঘশ্বাস ফেলেন, “আমি যেন অর্ধমৃত, আমাকে শান্তিতে যেতে দেয়া উচিত।”