27-08-2024
প্রচারকেরা জন্মগত, তাদেরকে তৈরি নয়,” লয়েড-জোনস বলেন, “এটা একটি চুড়ান্ত বিষয়। আপনি কখনই একজন মানুষকে একজন প্রচারক হওয়ার জন্য শিক্ষা দিতে পারেন না, যদি না সে ইতিমধ্যে সে কাজের জন্য প্রস্তুত হয়ে থাকে।”
পালক ও বাইবেল শিক্ষকগণ কর্তৃক চিন্তা-উদ্রেককারী এই প্রবন্ধসমুহ বেড়ে-উঠা খ্রিষ্টানদেরকে তাদের বিশ্বাসে উৎসাহিত করার জন্য বাইবেল ভিত্তিক, ধর্মতাত্ত্বিক, এবং বাস্তবভিত্তিক বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছে।