সুসমাচার মানে কি?
22-08-2024আপনি কেন কাজ করেন?
29-08-2024সুসমাচার-পরিচর্যায় আহবানের ৬টি স্বতন্ত্র চিহ্ন
প্রচার ব্যতীত কোন লোকের যদি অন্য আর কিছু করার থাকত, তিনি তাই করতে চাইতেন, মার্টিন লয়েড-জোনস মতে, তার তা-ই করা উচিত হত। পুলপিটে তার কোন স্থানই নেই। পরিচর্যা-কাজ শুধুমাত্র মানুষ করতে পারার মত সাধারণ কিছু নয়, কিন্তু এটা এমন কিছু যা তার অবশ্যই করা উচিত। পুলপিটে প্রবেশ করার জন্য সেই আবশ্যকীয়তার বিষয় অবশ্যই তার উপর ন্যস্ত হওয়া উচিত। তিনি বিশ্বাস করতেন, ঈশ্বর-আহুত মানুষ, প্রচারবিহীন জীবন-যাপনের চেয়ে বরং মৃত্যুবরণ করতে চাইবেন। লয়েড-জোনস, প্রথিতযশা ব্রিটিশ পালক চার্লস স্পারজনের উদ্ধৃতি প্রায়ই ব্যবহার করতেন: “যদি আপনি এছাড়া অন্য আর কিছু করতে পারেন, সেটা করুন। যদি আপনি পরিচর্যা-কাজের বাইরে অবস্থান করতে পারেন, পরিচর্যা-কাজের বাইরে অবস্থান করুন।” অন্য কথায়, শুধুমাত্র যারা বিশ্বাস করেন যে তারা পুলপিটের জন্য ঈশ্বর কর্তৃক মনোনীত, তাদের এই পবিত্র কাজের ভার নিতে অগ্রসর হওয়া উচিত।
“প্রচারকেরা জন্মগত, তাদেরকে তৈরি নয়,” লয়েড-জোনস বলেন, “এটা একটি চুড়ান্ত বিষয়। আপনি কখনই একজন মানুষকে একজন প্রচারক হওয়ার জন্য শিক্ষা দিতে পারেন না, যদি না সে ইতিমধ্যে সে কাজের জন্য প্রস্তুত হয়ে থাকে।” এটা লয়েড-জোনস-এর জীবনে পরিষ্কারভাবে দেখা যায়। তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কোন সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন না।
প্রচার করার এই আহবানের ভিত্তি কি? লয়েড-জোনস পুলপিটের জন্য এই স্বর্গীয় আদেশের ছয়টি স্বতন্ত্র চিহ্ন চিহ্নিত করেছেন। এই বাস্তবতার প্রতিটির ওজন তার নিজের প্রাণের উপরে কত ভারী, তা নিজে থেকেই অনুভব করতেন। তিনি বিশ্বাস করতেন যে একই আত্মিক চাপসমূহ সকল প্রচারকদের বহন করা উচিত।
১. অন্তর্বর্তী চাপ
প্রথমত, লয়েড-জোনস নিশ্চিত করেছেন যে বাক্য প্রচারের জন্য আহবান-প্রাপ্ত একজনের মধ্যে অন্তর্বর্তী চাপ বাঞ্চনীয়। “কারো নিজের আত্মার মধ্যে এক চেতনা, কারো আত্মায় বহন করার জন্য এক ধরনের চাপ সম্পর্কে সচেতনতা থাকতে হবে” বলে তিনি তুলে ধরেছেন। তিনি এটিকে এক অপ্রতিরোধ্য ধাক্কা হিসেব চিহ্নিত করেছেন, যেন “আত্মার জগতের মধ্যে কিছু গণ্ডগোল” চলছে, যেন “প্রচার বিষয়ে সমস্ত প্রশ্নের দিকেই আপনার মন চালিত।” অন্তরের এই গভীর দমন “তাদের জীবনের সবচে’ বেশী নিয়ন্ত্রণকারী শক্তিতে পরিণত হয়ে উঠে।” লয়েড-জোনস ব্যাখ্যা করেছেন, “এমন কিছু যা আপনার প্রতি ঘটে, এবং আপনার উপর ঈশ্বর তাঁর আত্মা দিয়ে কাজ করেন, এটা এমন কিছু যা, আপনার কিছু করার চেয়ে বরং বেশী সচেতন হওয়ার বিষয়।” অন্য কথায়, প্রচারের দিকে চালনা আপনার হৃদয়ে এক ভারে পরিণত হয় যা পরিপূর্ণ হতে হবে। এটা প্রাণের ভিতরকার এক পবিত্র মগ্নতা যা আহবান-প্রাপ্ত একজনকে এই কাজের জন্য বিশ্বাসে বেরিয়ে যেতে এবং এই কাজকে আলিঙ্গন করতে কাজ করে।
লয়েড-জোনস বিশ্বাস করতেন, এই স্বর্গীয় আহবান, প্রাণে বোধশক্তি যোগায় এবং আত্মাকে শাষণ করে। এটা এক অদম্য আবেশে পরিণত হয় যা বাতিল করা যায় না। এটা কোন লোককে তারই হাতে ছেড়ে দিয়ে চলে যাবে না অথবা পরিত্যাগ করবে না। তিনি ব্যাখ্যা করেছেন যে, এখান থেকে পালানোর কোন পথ থাকে না। এমন প্রবল এক শক্তিশালী বল লোকটির উপরে কাজ করে যে, সে এতে বন্দী হয়ে যায়। লয়েড-জোনস এটাকে চিহ্নিত করেছেন যখন তিনি বলেন:
আপনি আপনার সাধ্যমত এটাকে ঠেকিয়ে রাখতে চান এবং আপনার আত্মায় থাকা বিভিন্ন পথে আসা এ গণ্ডগোল থেকে আপনি দূরে থাকতে চান। কিন্তু আপনি এমন একটি অবস্থানে উপনীত হন যখন দেখেন যে আপনি আর তেমন কোন কিছুই করতে পারছেন না। এটা প্রায় এক আবেশে পরিণত নয়, এবং এটা এতই অদম্য যে শেষমেষ আপনাকে বলতে হয়, “আমি আর কিছুই করতে পারি না, আমি আর প্রতিরোধ করতে পারছি না।”
২. বাহ্যিক প্রভাব
দ্বিতীয়ত, লয়েড-জোনস বাহ্যিক একটি প্রভাব থাকবে বলে জোর দিয়েছেন যা আহবান-প্রাপ্ত জনের কাছে আসবে। অন্যান্য বিশ্বাসীদের তথ্য ও পরামর্শ পরিচার্যা-কাজের জন্য পূর্বনির্দিষ্ট ব্যক্তির কাছে প্রভাব বিস্তার করবে। হতে পারে কোন পালকের মন্তব্য অথবা একজন প্রাচীনের সদর্থক উক্তি। এটা হতে পারে আরেকজন বিশ্বাসীর উৎসাহ। যখন তারা এই ব্যক্তিকে, হতে পারে কোন ক্লাসে বা বাইবেল অধ্যয়ন কালে, বাক্য সম্পর্কে বলতে শুনে, তারাই পরিচর্যা-কাজে আহবান-প্রাপ্ত ব্যক্তির সবচে’ উত্তম উপলব্ধিকারী হতে পারেন। অন্য কথায়, পর্যবেক্ষণকারী লোকেরা প্রায়ই সেই ব্যক্তির উপলব্ধির আগেই তার উপর ঈশ্বরের হাত রয়েছে দেখতে পান। যারা ঈশ্বরকে সবচে’ ভাল জানেন এবং তার বাক্যকে সবচে’ বেশী প্রেম করেন, তারা প্রায়ই শনাক্ত করতে পারেন যে, কাকে এই কাজের জন্য পৃথকীকরণ করা হচ্ছে। যে ব্যক্তিকে আহবান করা হচ্ছে তাকে তারা অন্তর্দৃষ্টিমূলক সদর্থক উক্তি দেন।
৩. প্রেমপূর্ণ চিন্তা
তৃতীয়ত, লয়েড-জোনস বলেছেন, যে ব্যক্তি আহবান-প্রাপ্ত, সে অন্যদের জন্য প্রেমপূর্ণ উদ্বেগের অভিজ্ঞতা পাবে। যারা প্রচার কাজের জন্য মনোনীত, তাদেরকে ঈশ্বর, অন্য লোকদের জন্য অদম্য করুণা দান করেন। স্বর্গীয় এই মনোনয়নের অংশ হিসেবে, তাদের মধ্যে পবিত্র আত্মা অন্যদের জন্য আত্মিক যুদ্ধের জন্য এক জ্বালাময়ী ইচ্ছা প্রবিষ্ট করান। লয়েড-জোনস লিখেছেন: “সত্যিকারের আহবানের মধ্যে সবর্দাই অন্তর্ভূক্ত থাকে, অন্যদের উদ্দেশ্যে উদ্বেগ, তাদের নিয়ে আগ্রহ, এবং তাদের হারানো অবস্থা এবং অবস্থান সম্বন্ধে উপলব্ধি, এবং তাদের বিষয়ে কিছু করার একটি আকাঙ্খা, এবং তাদেরকে পরিত্রাণের বার্তা বলা এবং সেই দিকে চালিত করার আকাঙ্খা।” অন্যদের প্রতি প্রেমের মধ্যে রয়েছে এমন স্বতন্ত্র উপলব্ধি, যে অগণিত লোক খ্রীষ্ট বিহীন অবস্থায় বিনষ্ট হয়ে যাচ্ছে। আরও অধিক উদ্বেগ থাকবে যে, এসব হারানো আত্মাদের মধ্যে অনেকেই মণ্ডলীর মধ্যেই রয়েছে। যিনি প্রচারের জন্য আহবান-প্রাপ্ত, তিনি, খ্রীষ্টকেই তাদের প্রয়োজন বিষয়ে তাদেরকে জাগ্রত করার বাধ্যবাদকতা উপলব্ধি করেন। তিনি তাদেরকে সুসমাচারের উদ্ধারজনক বার্তা দিয়ে জয় করার জন্য বাধ্যবাদকতায় বন্দী।
লয়েড-জোনস এর জীবনে, তিনি অন্যদের জন্য এই ক্রমবর্ধনশীল উদ্বেগের অভিজ্ঞতা পেয়েছিলেন। তিনি বলেছেন, “আমি মাঝে মাঝে, লন্ডনে, রাতের বেলায় যখন দাঁড়িয়ে গাড়ীগুলো চলে যাচ্ছে দেখতাম, লোকদেরকে থিয়েটারগুলোতে এবং অন্যান্য স্থানে নেয়া হচ্ছে, আর তারা তাদের সমস্ত কথাবার্তায় এবং উত্তেজনায় ব্যস্ত, আমি বোবা হয়ে স্তব্ধ হয়ে যেতাম, তখন আমি হঠাৎ করে উপলব্ধি করলাম যে এই সমস্ত কিছুর অর্থ হচ্ছে এই সমস্ত লোকেরা শান্তির, তাদের নিজেদের হতে শান্তির অন্বেষণ করছিল।” এখন তার এই ক্রমবর্ধনশীল উদ্বেগ তাদের শারীরিক স্বাস্থ্যের জন্য নয় কিন্তু তাদের আত্মিক কল্যাণের জন্য।
৪. অদম্য সংযম
চতুর্থত, লয়েড-জোনস নিশ্চিত করেছেন যে, এই কাজ করার জন্য আহবান-প্রাপ্ত জনের মধ্যে এক অদম্য সংযম থাকবে। “সংযমের অনুভূতি” থাকার কথা তিনি তুলে ধরেন, এর অর্থ হচ্ছে এ কাজ করায় তিনি এক বেষ্টনিতে আটকা পড়েছেন। এটা এমন যে, ঈশ্বর তাকে তার প্রচার করার কর্তব্য থেকে মুক্ত হতে দেবেন না। তখন তার করার মতো আর কিছুই থাকবে না কিন্তু প্রচার করতে এ অন্তর্বর্তী চালিকা-শক্তির পিছু ছুটবেন। আবশ্যকীয়তার ভার তার উপর অর্পিত, এবং অন্যরা যাই বলুক না কেন, তা সত্ত্বেও তাকে প্রচার করতেই হবে। তাকে অবশ্যই বাক্যের পরিচর্যা করতে হবে, যে কোন প্রতিবন্ধকতা আসুক না কেন তাকে তা পরাভূত করতে হবে।
৫. সংযত নম্রতা
পঞ্চমত, লয়েড-জোনস বিশ্বাস করতেন, প্রচার করতে আহবান-প্রাপ্ত ব্যক্তি সংযত নম্রতার অধীনে আসেন। তিনি বিশ্বাস করেন যে, এ ব্যক্তি এরূপ উচ্চ ও পবিত্র কাজের জন্য নিজের ব্যক্তিগত অযোগ্যতার গভীর উপলব্ধির কারণে অভিভূত এবং তিনি তার নিজের অপর্যাপ্ততার ভয়ে এমন কি প্রচার করতে অগ্রসর হতে প্রায়ই দ্বিধাগ্রস্ত হন। লয়েড-জোনস লিখেন, “যিনি ঈশ্বর কর্তৃক আহবান-প্রাপ্ত, তিনি হলেন সেই ব্যক্তি, যিনি উপলব্ধি করেন যে, তাকে কি কাজের জন্য আহবান করা হয়েছে, এবং এরূপে তিনি সেই কাজের ভয়াবহতা উপলব্ধি করেন এবং সে ভয় থেকে বেরিয়ে আসেন।” যদিও তিনি প্রচার করতে বাধ্য, তিনি একই সময় তা করতে ভীতও। তিনি ঈশ্বরের পক্ষে কথা বলার এই মহা ভারযুক্ত দায়িত্ব দ্বারা সংযত। তার প্রতি যে ধনাধ্যক্ষতা সঁপে দেয়া হয়েছে এবং এর সাথে যে জবাবদিহিতা নেমে আসে, তার জন্য তিনি কম্পমান।
৬. যৌথ নিশ্চিতকরণ
ষষ্ঠত, লয়েড-জোনস আরও বলেন যে, প্রচারের জন্য আহবান-প্রাপ্ত একজনের ক্ষেত্রে একটি যৌথ নিশ্চিতকরণ অবশ্যই আসতে হবে। একজন ব্যক্তি যিনি প্রচারের জন্য ঈশ্বর কর্তৃক মনোনীত, তিনি যুক্তি দেখান যে, তাকে অবশ্যই মণ্ডলীতে অন্যদের দ্বারা পর্যবেক্ষণ ও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। শুধুমাত্র তখনই তাকে মণ্ডলী থেকে প্রেরণ করা যেতে পারে। লয়েড-জোনস রোমীয় ১০:১৩-১৫ পদ থেকে কারণ দেখিয়েছেন যে, প্রচারকগণকে “প্রেরণ করা হয়,” যার মধ্যদিয়ে তিনি প্রেরণকারী মণ্ডলীর দ্বারা আনুষ্ঠানিক দায়িত্ব-অর্পণ বুঝিয়েছেন। মণ্ডলীর নেতাদের অবশ্যই সেই ব্যক্তির যাকে প্রচার করার জন্য পৃথকীকরণ করা হচ্ছে তার যোগ্যতাসমূহকে পরীক্ষা করতে হবে এবং তার আহবানের বৈধতাকে নিশ্চিত করতে হবে। তার জীবনে ঈশ্বর যে কাজ করছেন তার স্বীকৃতি দেয়ার জন্য তার উপর হস্তার্পণ করতে হবে।
লয়েড-জোনস এর মতে, এগুলোই হলো সুসমাচারের পরিচর্যা-কাজের উদ্দেশ্যে আহবানের স্বতন্ত্র চিহ্ন। কোন না কোন পরিসরে, এই ছয় বাস্তবতার প্রত্যেকটিই, যাকে প্রচারের জন্য ঈশ্বর কর্তৃক পৃথকীকৃত করা হয়েছে, তার জীবনে উপস্থিত থাকতে হবে। এই উপাদানগুলোর প্রত্যেকটি, প্রচারের জন্য কারো আহবান নির্ণয়ে থাকা আবশ্যক। লয়েড-জোনস তার জীবনে এগুলোর প্রত্যেকটিরই অভিজ্ঞতা লাভ করেছিলেন। অধিকন্তু, তিনি অন্যদেরকে তাদের জীবনে এই উৎকৃষ্টতার নিদর্শকসমূহের উপস্থিতি উপলব্ধি করতে উৎসাহ দিয়েছেন।
এই নিবন্ধটি পূর্বে স্টিভেন জে. লসন কর্তৃক রচিত দ্যা প্যাশনেইট প্রিচিং অব মার্টিন লয়েড-জোনস-এ প্রকাশিত হয়েছে।