


যিরুশালেমের জন্য দানসংগ্রহ
08-05-2025


শেষ তূরীধ্বনীর শব্দ
15-05-2025সুস্থির এবং নিশ্চল



১ করিন্থীয় ১৫:৫৮
“অতএব, হে আমার প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়, কেননা তোমরা জান যে, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়.”
কিছু কিছু সময় খ্রীষ্টিয়ানদেরকে এই পরামর্শ দেওয়া হয়েছে যে তারা যেন “এত বেশী স্বর্গীয় মনোভাপন্ন ব্যক্তি না হন অর্থাৎ তারা যেন না ভাবে যে এই জগতে কোন কিছুই ভাল না।” এখানে একটি ধারণার বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি হলো এমন, আমাদের সামনে যে জীবন আসছে তার উপর খুব বেশী মনোনিবেশ করা বর্তমানে আমাদের যে দায়িত্ব রয়েছে তার অবহেলার কারণ হতে পারে। নিশ্চয়ই, এটা আমাদেরকে আমাদের ভবিষতের গৌরবময় জীবনের দিকে এমন ভাবে মনোনিবেশ করতে সাহায্য করে যে, আমাদেরকে আমাদের বর্তমানের জীবনের ভাবনাগুলোকে নিয়ে এত বেশী ভাবিত হওয়ার প্রয়োজন নাই। যাই হউক, সমস্যা হলো স্বর্গীয় মনোভাবপন্নতা নয় কিন্তু স্বর্গীয় মনোভাবাপন্ন হওয়ার অর্থ কি সেসমন্ধে ভুল ধারণা। বস্তুত, শাস্ত্র বলে যে যখন আমরা গৌরবময় জীবন সম্পর্কে সঠিক চিন্তা করব আমরা এই জগতের সবচেয়ে ভাল ব্যবহার করব। আমরা আজকের শাস্ত্রাংশ থেকে এই বিষয়টা দেখতে পারি, যা ১ করিন্থীয় ১৫ অধ্যায়ের উপর আমাদের অধ্যয়ের সমাপনী।
মনে রাখবেন যে, এই অধ্যায়ে পৌল আমাদের নিশ্চিত পুনরুত্থানের উপর গুরুত্বারোপ করছেন। আমাদের হতে খ্রীষ্টের পুনরুত্থান এত বেশী অবিচ্ছদ্য যে তাঁর পুনরুত্থানের বাস্তবতার অর্থ হলো এই যে, আমরাও নিশ্চিতভাবে উত্থিত হবো। শেষ দিন না হওয়া পর্যন্ত আমাদের দেহ পুনরুত্থিত হবে না, কিন্তু আমাদের দেহগুলো নিশ্চিত পুনরুত্থিত হবে, কেননা যীশু মৃত্যুকে জয় করেছেন (১-৫৭ পদ)। এই সত্যের বাস্তবিক প্রয়োগ কি হতে পারে? আজাকের শাস্ত্রাংশে প্রেরিত পৌল বলেন যে, এই সত্যকে বিশ্বাস করার অর্থ হলো এই যে, আমাদেরকে “প্রভুর কাজে সর্বদা উপচিয়া পড়ে, সুস্থির এবং নিশ্চল থাকতে হবে” (৫৮ পদ).
আগত পুনরুত্থান এবং আমাদের গৌরবান্বিত হওয়ার বিষয়ে দৃঢ় বিশ্বাস বর্তমানে কাজ করতে আমাদেরকে সক্রিয় করে তুলবে কারণ আমরা জানি যে, আমাদের কাজ নিষ্ফল নয় (৫৮ পদ). যীশু আমাদেরকে বলেন, এই জগতে, আমাদের জীবনে সমস্যা থাকবেই (যোহন ১৬:৩৩)। তার যা আছে তা দিয়ে সে বিশ্বাসীদের উপর ঝাপিয়ে পড়বে, সে আমাদেরকে ধ্বংস করতে চাইবে এবং বিশ্বাস পরিত্যাগ করতে বাধ্য করতে চাইবে (উদাহরণস্বরূপ, প্রকাশিতবাক্য ১২:১৭ পদ দেখুন)। ঈশ্বর যাদেরকে রক্ষা করেছেন তাদেরকে শেষ পর্যন্ত তিনি নিশ্চিত সংরক্ষণ করবেন, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, যীশু খ্রীষ্ট আবার ফিরে আসবেন এবং তিনি যা শুরু করেছেন তা আমাদেরকে এবং সমস্ত সৃষ্টির নূতনীকরনের দ্বারা সমাপ্ত করবেন। ঈশ্বরের সংরক্ষণ কাজের প্রমান হলো এই যে, আমরা এমন কি নির্যাতন এবং চাপের মধ্যেও অবিরত খ্রীষ্টকে ধারণ করব, এই পৃথিবীতে আমাদের পরিচর্যার পরে যদি জানি যে, আমাদের জন্য কোন গৌরব রাখা নাই, এমন সেবা কাজ বৃথা (১ করিন্থীয় ১৫:১৭-১৯)। পুনরুত্থানের গৌরব এবং পুরষ্কার আমাদের জন্য রাখা আছে এটা জেনে, আমরা খ্রীষ্টের সেবার্থে আরও বেশী ভাল কাজ করার জন্য উৎসাহিত হই। ১ করিন্থীয় ১৫:৫৮ পদের উপর মন্তব্য করে জন কেলভিন লিখেছেন যে, পৌল বলেন যে তাদের পরিশ্রম নিষ্ফল হবে না, এই কারণে, তাদের জন্য ঈশ্বরের কাছে পুরুষ্কার গচ্ছিত আছে। এটা নিশ্চিত আশা যা বিশ্বাসীদেরকে উৎসাহিত করে, এবং ফলশ্রুতিতে তাদেরকে টেকসই করে, যেন এই দৌড়ে তাদের কোন কিছুর কমতি না পড়ে।”
ঈশ্বরের মুখ
আমাদের সময়ে, নারী এবং পুরুষদের যারা সততার সহিত সেবা করে এবং যে কোন পরিনতির কথা বিবেচনা না করে সর্বদাই ঈশ্বরের সত্যের পক্ষে দাঁড়াই তাদের জন্য অনেক উৎসাহের প্রয়োজন। এমন হওয়ার জন্য, আমাদেরকে অবশ্যই আগত পুনরুত্থানকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এবং খ্রীষ্টের নিশ্চিত আগমনের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে যিনি চুড়ান্তভাবে তাঁর রাজ্য নিয়ে আসবেন। আমরা যখন এই সমস্ত বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ, আমরা জানব যে, কোন কিছুই আমাদেরকে ক্ষতি করতে পারে না, এবং আমরা সমস্ত বিরোধীতার সামনে সুস্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারব।
এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।