নায়সিন বিশ্বাস-সূত্র
আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সর্বশক্তিমান পিতা, স্বর্গ ও পৃথিবীস্থ, দৃশ্য ও অদৃশ্য সকল কিছুর নির্মাতা।
এবং এক প্রভু যিশু খ্রিষ্টে, যিনি ঈশ্বরের একমাত্র-একজাত পুত্র, সকল যুগারম্ভের পূর্বে তাঁর পিতার একজাত; ঈশ্বর হতে ঈশ্বর, দীপ্তি হতে দীপ্তি, সত্যিকার ঈশ্বর হতে সত্যিকার ঈশ্বর; একজাত, সৃষ্ট নন, পিতার সংগে এক সত্ত্বা-সম্পন্ন, যাঁর দ্বারা সকল কিছুরই সৃষ্টি হয়েছে; যিনি, আমাদের মানুষের পক্ষে এবং আমাদেরই পরিত্রাণের জন্য, স্বর্গ হতে নেমে আসলেন, এবং কুমারী মরিয়মের গর্ভে পবিত্র আত্মা দ্বারা মাংসে মূর্ত্তিমান হলেন, এবং মানুষ হলেন; এবং আমাদের জন্য পন্তীয় পিলাতের অধীনে ক্রুশারোপীতও হলেন; তিনি যাতনা-ভোগ করলেন ও কবরস্থ হলেন; এবং শাস্ত্রানুসারে, তিনি তৃতীয় দিবসে পুনরায় উঠলেন; এবং স্বর্গে আরোহণ করলেন, এবং পিতার দক্ষিণ পাশে আসীন আছেন; এবং তিনি গৌরবের সাথে, জীবিত ও মৃতদের বিচার করতে পুনরায় আসবেন; যাঁর রাজ্য কখনও শেষ হবে না।
এবং আমরা বিশ্বাস করি পবিত্র আত্মায়, যিনি প্রভু ও জীবন দাতা; যিনি পিতা ও পুত্র হতে প্রেরিত হন; যিনি পিতা ও পুত্রের সাথে একত্রে উপাস্য ও গৌরবান্বিত; যিনি ভাববাদীগণের মাধ্যমে কথা বলেছেন। এবং আমরা এক পবিত্র বিশ্বজনীন ও প্রৈরিতীক মণ্ডলীতে বিশ্বাস করি। আমরা পাপসকল মোচনের নিমিত্ত এক বাপ্তিস্ম স্বীকার করি; এবং আমরা মৃতদের পুনরুত্থানের, এবং আগত জগতের জীবনের অপেক্ষা করি। আমেন।