খ্রীষ্ট-তত্ত্ব বিষয়ক লিগনিয়্যার বিশ্বাস-সূত
আমরা স্বীকার করি ঈশ্বরের মাংসে মূর্ত্তমান হওয়ার
রহস্য ও বিস্ময়
এবং আমরা আনন্দ বোধ করি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের
মাধ্যমে আমাদের মহৎ পরিত্রাণে।
পিতা ও পবিত্র আত্মার সঙ্গে,
পু ত্র সমস্ত কিছুই সৃষ্টি করলেন,
সমস্ত কিছুকেই স্থির রাখেন,
এবং সমস্ত কিছুকে নতুন করে তোলেন।
সত্যিকার ঈশ্বর হয়েও,
তিনি সত্যিকার মানুষ হলেন,
একই ব্যক্তিতে দু’ স্বভাব-বিশিষ্ট হলেন।
তিনি কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করলেন
এবং আমাদের মাঝে বাস করলেন।
ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও কবরস্থ হলেন,
তিনি তৃতীয় দিনে পু নরুত্থিত হলেন,
স্বর্গে আরোহণ করলেন,
এবং স্ব-গৌরবে ও বিচার করতে
আবার আসবেন।
আমাদের জন্য,
তিনি ব্যবস্থা পালন করলেন,
পাপের প্রায়শ্চিত্ত হলেন,
এবং ঈশ্বরের ক্রোধ শান্ত করলেন।
তিনি আমাদের মলিন বস্ত্র খুলে নিলেন,
এবং আমাদেরকে তাঁর
ধার্মিকতার রজ্জু পরালেন।
তিনিই আমাদের ভাববাদী, যাজক ও রাজা,
তাঁর মণ্ডলী গেঁথে তুলছেন,
আমাদের পক্ষে মধ্যস্থতা করছেন,
এবং সমস্ত কিছুর উপরে রাজত্ব করছেন।
ীশু খ্রীষ্ট প্রভু;
আমরা চিরকাল তাঁর পবিত্র নামের প্রশংসা করি।
আমেন।