আমাদের মিশন:
লোকদেরকে তাদের ঈশ্বর সম্পর্কে
জ্ঞানে ও তাঁর পবিত্রতায়
বৃদ্ধিতে সাহায্য করা।
লিগনিয়্যার মিনিস্ট্রিজ খ্রিষ্টানরা কি বিশ্বাস করে, কেন তারা তা বিশ্বাস করে, কিভাবে তাতে জীবন-যাপন করবে, এবং কিভাবে তা তুলে ধরতে হবে, তা সুস্পষ্টভাবে তুলে ধরায় তাদেরকে গঠন করতে ধর্মতত্ত্ববিদ ডঃ আর. সি. স্প্রৌল কর্তৃক ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এক আন্তর্জাতিক খ্রিষ্টীয় শিষ্যত্ব-গঠনকারী সংস্থা। ঈশ্বরের পবিত্রতা ঘোষণা করাই হলো লিগনিয়্যারের উদ্দেশ্যের মূল কেন্দ্র। আমাদের মিশন, চিত্তাবেগ ও উদ্দেশ্য: ঈশ্বর ও তাঁর পবিত্রতা বিষয়ক জ্ঞানে বৃদ্ধিতে লোকদের সাহায্য করা।
ঈশ্বর তাঁর লোকদেরকে তাদের মনের নূতনীকরণের দ্বারা রূপান্তরিত হওয়ার জন্য আহবান করেন। এই কারণেই আমরা সংষ্কৃতি, দর্শন, পক্ষ-সমর্থনবিদ্যা, নীতিশাস্ত্র, এবং মণ্ডলীর ইতিহাসের প্রেক্ষপটের বিপরীতে বাইবেলে প্রকাশিত ঈশ্বরের গৌরব ঘোষণা করতে চাই।
আমাদের ওয়েবসাইটে, সম্ভাব্য বেশি সংখ্যক লোকের কাছে ঈশ্বরের পবিত্রতা এর সমস্ত পূর্ণতায় ঘোষনা, শিক্ষাদান, ও এর পক্ষে দাঁড়িয়ে আমাদের মিশন পরিপূর্ণ করার লক্ষ্যে বহু ক্লাস, অধ্যয়ন-সহায়িকা ও মাল্টিমিডিয়ার মত ব্যাপক বহুবিধ সম্পদ দেখতে পাবেন।