আমাদের পথ-নির্দেশনাকারী নীতি:

সত্যের পবিত্রতা


প্রধান যে নীতি আমাদের পরিচর্যার পথ-নির্দেশনা দেয়, তা হলো সত্যের পবিত্রতা। যদিও আমরা লোকদেরকে বোঝাতে, উপদেশ দিতে এবং উৎসাহিত করতে চাই, তথাপি আমরা সতর্কতার সাথে সেসব কারসাজি করে এমন পদ্ধতিগুলোকে, যেমন মিথ্যা দোষ চাপানো, সুবিধাসমুহ অথবা পরিচর্যার প্রয়োজনকে অতিরঞ্জিত করে সেগুলোকে এড়িয়ে চলি। অতএব, আমরা নিম্নের মানদন্ডে প্রতিশ্রুতি দিচ্ছি:

  • এমনকি আর্থিক সংকট থাকলেও আমরা “সংকট উত্তরণের আবেদন” করব না।
  • আমরা অনুদানের জন্য বা বিক্রির মানসিকতা নিয়ে লোকদের জ্বালাতন করব না।
  • আমরা বিক্রির ক্ষেত্রে “টোপ-ও-আটকানো” কৌশল ব্যবহার করব না।
  • আমরা পণ্যের দামের উপর প্রচলিত মিথ্যা ছাড়ের কৌশল ব্যবহার করব না।
  • আমরা যার নিশ্চয়তা দিতে পারি না এমন মিথ্যা সুবিধার আশ্বাস দেব না।
  • আমরা ত্রুটিপূর্ণ পণ্যের বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগে বিরোধ করব না।
  • আমরা আমাদের নিজেদের প্রয়োজনের চেয়েও শিক্ষার্থীদের প্রয়োজনের উপর দৃষ্টি দিতে প্রচেষ্টা চালাব।
  • আমরা আমাদের সকল শিক্ষার্থী সাথে বিনয়ী এবং শিষ্টাচারী হব।
  • আমরা অর্ডার এবং অনুদানের ক্ষেত্রে তাৎক্ষণিক সাড়া দেব।
  • আমরা নির্ধারিত কাজের অনুদান সেই খাতেই ব্যবহার করব।
  • আমরা যে বিশেষ প্রজেক্টের জন্য সংগৃহীত তহবিল শুধু-মাত্র সে প্রজেক্টেই তা ব্যবহার করব।

প্রভুর কাছে অবশ্যই হিসেব দেয় এমন ধনাধ্যক্ষ রূপে, আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের কর্মীদের মধ্যে আচরণের এই মুলনীতিগুলোর উন্নয়ন করা।

সেবার মনোভাব

  • আমাদের সদস্যগণের প্রত্যাশাসমুহ বোঝা এবং সেগুলোকে অতিক্রম করা।
  • বিশ্ব-ব্যাপী লোকদের জীবন-মান উন্নয়নের জন্য বাইবেল ভিত্তিক মূলধারার পন্য এবং সেবাসমূহের উন্নয়ন করা।
  • ঈশ্বরের বাক্য দ্বারা নির্দেশিত পেশাদার নেতৃত্ব ও ব্যক্তিগত উন্নয়ন যোগানো।

সরলতার জন্য চিত্তাবেগ

  • সমস্ত নিয়ামক মান ও আবশ্যকীয়তা মেনে চলা।
  • সেবা এবং উৎপাদিত পন্যের সকল দিকের অবিরত বিশ্লেষণ ও উৎকর্ষতার দ্বারা শ্রেষ্ঠত্বের জন্য প্রাণপণ করা।
  • স্বচ্ছতা, আনুগত্য, এবং নির্ভরযোগ্যতার মধ্য দিয়ে পারস্পরিক উপকারী সম্পর্ক লালন করা।

বিশ্বস্ততার দায়

  • সংস্থাকে বাইবেল-ভিত্তিক অভ্রান্ততা ও মতবাদের মূলধারায় প্রতিশ্রুতিশীল করা।
  • ডঃ স্প্রৌলের জীবন-কালীন পরিচর্যার সাথে সামঞ্জস্যপূর্ণ পন্য ও সেবা সৃষ্টি করা।
  • সম্পদের উত্তম ধনাধ্যক্ষতা নিশ্চিত করা।