প্রৈরিতীক বিশ্বাস-সূত্র

আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা, এবং তাঁর একমাত্র পুত্র, আমাদের প্রভু, যিশু খ্রিষ্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ-ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হলেন, মরিলেন ও কবরস্থ হলেন, পাতালে নামিলেন, তৃতীয় দিনে মৃতদের থেকে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন, এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন, তথা হতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন।

আমি পবিত্র আত্মায়, পবিত্র বিশ্বব্যাপী মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপমোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন।