30-09-2025

পবিত্রকরণসমন্ধে৫টিবিষয়আপনারজানাউচিত

আপনাকে যদি পবিত্রকরণের বাইবেল ভিত্তিক মতবাদের সংক্ষিপ্ত এক সংজ্ঞা খুঁজতে হত, তবে ওয়েস্টমিন্সটার শর্টার ক্যাটেকিজমের চেয়ে ভাল সংজ্ঞা খুঁজে পাওয়া আপনার জন্য খুবই কষ্টসাধ্য হবে। ৩৫ নং প্রশ্নের উত্তরে, ওয়েস্টমিন্সটার লিখেছে, “পবিত্রকরণ ঈশ্বরের বিনামূল্যে অনুগ্রহের কাজ, যদ্বারা আমরা ঈশ্বরের প্রতিমূর্তির মত পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নূতনীকৃত হই, এবং যার ফলে আমরা আরও বেশী বেশী করে পাপের সমন্ধে মারা যেতে, এবং ধার্মিকতার সম্বন্ধে জীবন-যাপন করতে সামর্থ লাভ করি।”