পরিত্রাণ সম্পর্কে আমি কি নিশ্চিত হতে পারি?
পরিত্রাণ সম্পর্কে আমি কি নিশ্চিত হতে পারি?
বর্তমান সময়ে, মণ্ডলীর মধ্যে অনেক লোক তাদের পরিত্রাণ নিয়ে সন্দেহে আক্রান্ত। যাহোক, খ্রিষ্টানদের ক্ষেত্রে শুধুমাত্র তাদের পরিত্রাণকে সুনিশ্চিত করা যে সম্ভব, তা নয়; তাদের আহবান ও মনোনয়নকে সুনিশ্চিত করাও তাদের দায়িত্ব (২ পিতর ১:১০)।
এই পুস্তিকায়, ডঃ আর. সি. স্প্রৌল বিশ্বাসীদেরকে এই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করার চেষ্টা করেছেন। সংক্ষেপে, এই পুস্তকের অধ্যায়গুলোতে, ডঃ স্প্রৌল নিশ্চয়তার একটা সংজ্ঞা দিয়েছেন, এবং দেখিয়েছেন যে কীভাবে আমরা তা লাভ করতে পারি, এর সাথে যে আশীর্বাদগুলো আসে, সেগুলোকে প্রকাশ করেছেন, এবং মিথ্যা আশ্বাসের বিপদ সম্পর্কে আমাদের সাবধান করেছেন।
ডঃ আর. সি. স্প্রৌল কর্তৃক লেখা দ্যা ক্রুশিয়্যাল কোয়েশ্চেন্স পুস্তিকাগুলো সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর প্রদান করে, যা প্রায়ই খ্রিষ্টানরা ও চিন্তাশীল অনুসন্ধানকারীরা জিজ্ঞেস করে থাকে।
আর. সি. স্প্রৌল
ডঃ আর. সি. স্প্রৌল লিগনিয়্যার মিনিস্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা, স্যানফোর্ড-এ সেন্ট এ্যান্ড্রুস চ্যাপেল-এর প্রতিষ্ঠাতা পালক, রিফর্মেশন বাইবেল কলেজের প্রথম সভাপতি, এবং টেবলটক ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক ছিলেন। তার রেডিও প্রোগ্রাম, রিনিউইং ইয়োর মাইন্ড, আজও প্রতিদিন সমস্ত পৃথিবী জুড়ে, শত-শত রেডিও স্টেশনে সম্প্রচার হয়ে থাকে এবং সেগুলো অনলাইনে শোনারও সুবিধা রয়েছে। একশতেরও বেশি পুস্তক তিনি লিখেছেন, যার মধ্যে রয়েছে দ্যা হোলিনেস অফ গড, চোজেন বাই গড, এবং এভরিওয়ানস্ এ্যা থিওলজিয়্যান। শাস্ত্রের নির্ভূলতাকে রক্ষা করার ক্ষেত্রে এবং ঈশ্বরের বাক্যের উপর দৃঢ় প্রত্যয় সহকারে ঈশ্বরের লোকদের স্থির থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে উৎসাহিত করার ক্ষেত্রে সমস্ত পৃথিবী জুড়ে তিনি জনপ্রিয়।