If the Dead are not Raised
মৃতেরা যদি উত্থাপিত না হয়
14-08-2025
Destroying the Sting of Death
মৃত্যুর হুলকে ধ্বংস করা
26-08-2025
If the Dead are not Raised
মৃতেরা যদি উত্থাপিত না হয়
14-08-2025
Destroying the Sting of Death
মৃত্যুর হুলকে ধ্বংস করা
26-08-2025

তীমথিয় এবং আপল্লো

Timothy and Apollos

১ করিন্থীয় ১৬:১০-১২

“তীমথিয় যদি আইসেন, তবে দেখিও, যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কেননা যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কার্য করিতেছেন; অতএব কেহ তাঁহাকে হেয়জ্ঞান না করুক।  11 c`, কিন্তু তাঁহাকে শান্তিতে আগাইয়া দিবে, যেন তিনি আমার নিকটে আসিতে পারেন, কারণ আমি অপেক্ষা করিতেছি যে, তিনি ভ্রাতৃগণের সহিত আসিবেন।  12c`, আর আপল্লো ভ্রাতার বিষয়ে বলিতেছি; আমি তাঁহাকে অনেক বিনতি করিয়াছিলাম, যেন তিনি ভ্রাতৃগণের সহিত তোমাদের কাছে যান; কিন্তু এখন যাইতে কোন প্রকারে তাঁহার ইচ্ছা হইল না; সুযোগ পাইলেই যাইবেন।”

১ করিন্থীয় পত্রের শুরুতে, পৌল উল্লেখ করেছেন যে, তিনি তীমথিয়কে প্রেরণ করছিলেন প্রেরিতের মণ্ডলীকে “খ্রীষ্ট সমন্ধীয় পন্থাসকল” স্মরণ করিয়ে দেওয়ার জন্য (৪:১৭)।  করিন্থীয় মণ্ডলীতে যে সমস্যাগুলো ছিল, তার পরিপ্রেক্ষিতে করিন্থীয়দের বিশ্বস্ততা নিশ্চিত করার করার জন্য তীমথিয় দ্বারা ব্যক্তিগত এই নির্দেশনা এবং মণ্ডলীর অবস্থা যাচাই করা প্রয়োজনীয় ছিল। 

১ করিন্থীয় ৪:১৭ পদের আলোকে আমাদের অধ্যয়ণ অনুসারে করিন্থীয়রা তীমথিয়কে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসাবে মনে করতো।  কমপক্ষে করিন্থীয়রা জানতেন যে, তারা তার উপর আস্থা রাখতে পারেন।  তীমথিয়, পৌল যখন করিন্থীয়তে মণ্ডলী স্থাপন করেন তখন তিনি তার সাথে সাথে পরিচর্যা দিয়েছিলেন (প্রেরিত ১৮:১-১১)। পৌল করিন্থীয়দের খুব ভাল জানতেন এবং তিনি মনে করেছেন যে, তার প্রতি তাদের যে সন্দেহ সৃষ্টি হয়েছে (১ করিন্থীয় ৪:১৮-২১; ৯:১-১৮), সম্ভবত তারা অবশ্যই তীমথিয়কেও সেই ভাবে দেখে থাকতে পারে।  তাই পৌল, ১ করিন্থীয় ১৬:১০-১১ পদে করিন্থীয় মণ্ডলীকে অনুযোগ করেছেন যেন তারা তীমথিয়কে “নির্ভয়ে থাকতে দিয়ে” এবং “শান্তিতে তার পথে তাকে সাহায্য করে” তার পরিদর্শণকে গ্রহণ করেন।  তীমথিয় করিন্থীয়ের বিশ্বাসীদের কাছে প্রেরিতকে প্রতিনিধিত্ব করতেন, এবং তিনিই পৌলের মতো একই সম্মান এবং যত্নের যোগ্য ছিলেন। যদিও করিন্থীয়দের মধ্যে অনেকেই পৌলের প্রতি খারাপ অভিপ্রায় অনুভব করে থাকতে পারেন, তাদেরকে তার বিশ্বস্ত পরিচর্যার আলোকে সেগুলোকে পরিত্যাগ করতে হতো এবং তাকে সানন্দে আলিঙ্গন করতে হতো। যেহেতু পৌলের অনুরোধে তীমথি এসেছেন, তাই তীমথিয়কেও একই ভাবে গৃহিত হতে হতো। বর্তমানের মণ্ডলীকেও প্রাচীন এবং পালকদের ক্ষেত্রে একই মূল নীতি অনুসরণ করা উচিত।  আমাদের প্রাচীণগণ এবং পালকগণ অবশ্যই ত্রুটিমুক্ত নন, কিন্তু যেহেতু তারা বিশ্বস্তভাবে ঈশ্বরের বাক্যের পরিচর্যা করে, তারা প্রেরিতগণকে এবং তাদের শিক্ষাকে আমাদের কাছে নিয়ে আসেন। এভাবে, তাদেরকে আমাদের প্রেম, সম্মান, এবং শ্রদ্ধা করা উচিত। মেথিউ হেনরী মন্তব্য করেছেন: “খ্রীষ্টিয়ানদের খুবই সর্তক থাকা উচিত, যেন তারা কারো উপর, বিশেষভাবে পরিচর্যাকারীদের উপর, খ্রীষ্টের বিশ্বস্ত পরিচর্যাকারীদের অবজ্ঞা না করেন। এই পরিচর্যাকারীগণ যুবক, বা বয়ষ্ক যেই হউক না কেন তাদের কাজের নিমিত্তই তাদেরকে সম্মান দেওয়া উচিত। ”

আজকের শাস্ত্রাং‡k, পৌল করিন্থীয়দের আরও বলেন যে তিনি আপল্লোকে খুব জোড়ালোভাবে অনুরোধ করছেন যেন তিনি তাদেরকে পরিদর্শণ করেন (১ করিন্থীয় ১৬:১২)। স্মরণ করুন যে, করিন্থে অনেকেই আপল্লোকে অনেক সম্মান করতেন, এমনকি ঈশ্বরের সকল দাসদের মধ্যে সবচেয়ে উত্তম হিসাবে মনে করে তারা তার উপর আস্থা রাখতেন (১:২; ৩:৪-৯)। নিশ্চিতভাবে, আপল্লো এটা প্রমাণ করেন নি।  অন্যদিকে পৌল যদি একজন অহংকারী লোক হতেন, সেইক্ষেত্রে তাকে আসতে অনুরোধ করাটা তার হৃদয়ের অনেক দুরে থাকতো, যেহেতু এর অর্থ হতো এমন কাউকে পাঠানো যাকে করিন্থীয়দের মধ্যে অনেকেই পৌলের প্রতিধন্ধী হিসাবে মনে করতো।  প্রেরিত, যাইহউক, তার হৃদয়ে সবার আগে ছিল সুসমাচার এবং আপল্লো যে করিন্থীয়দের জন্য উত্তম কাজ করতে পারেন তা চিহ্নিত করার নম্রতা। অতএব, তিনি আপল্লোকে করিন্থীয়তে যাওয়ার জন্য বিনতী করেন। 

ঈশ্বরের মুখ

আমরা কি আমাদের পালক এবং প্রাচীনদের সহিত প্রেম, সম্মান এবং শ্রদ্ধার সহিত ব্যবহার করি? এটা আমাদের সকলের জন্যই সহজ আমাদের মণ্ডলীগুলোর নেতাদের সম্মান না করা। কিন্তু তারা যদি বিশ্বস্তভাবে আমাদের কাছে সুসমাচার প্রচার করেন, আসুন আমরা তাদের প্রতি ধৈর্য এবং সম্মান প্রদর্শন করি।  তারা আমাদের কাছে ঈশ্বরের বাক্য নিয়ে আসেন।  

এই প্রবন্ধটি মূলতঃ লিগনিয়্যার মিনিস্ট্রিজ ব্লগে প্রকাশিত হয়েছিল।